আজকাল ওয়েবডেস্ক: বিনা প্রেসক্রিপশনে যৌন উত্তেজক ওষুধ খাওয়া ভয়ানক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন চিকিৎসকেরা। ইরেকটাল ডিসফাংশন বা দ্রুত বীর্যপাতের মতো যৌন সমস্যায় ভুগলে অনেকেই লজ্জায় চিকিৎসকের পরামর্শ না নিয়েই ফার্মেসি থেকে ভায়াগ্রার মতো ওষুধ কিনে খাচ্ছেন, যা বিপজ্জনক হয়ে উঠছে।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই জাতীয় ওষুধ রক্তচাপ বাড়িয়ে দেয়, মাথা ঘোরা, বুক ধড়ফড়, এমনকি হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে। চিকিৎসকের পরামর্শ ছাড়া অনিয়ন্ত্রিতভাবে এসব ওষুধ গ্রহণ করলে শরীরে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে পড়ে, ফলে ওষুধ আর কাজ করে না। এছাড়া, অনেকে ভুল ওষুধ খেয়ে আরও ক্ষতির মুখে পড়ছেন।

তাঁরা আরও জানান, বাজারে অসাধু চক্র ভেজাল যৌন উত্তেজক ওষুধ তৈরি করে বিক্রি করছে, যেগুলোতে ডোজ এবং উপাদানের কোনো মানদণ্ড নেই। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে চিকিৎসকের ছবি বা ভিডিও ব্যবহার করে ওষুধ বিক্রি করছে। চিকিৎসকের পরামর্শ, যৌন সমস্যা লুকিয়ে না রেখে চিকিৎসা নিতে হবে। প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি বন্ধ করতে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে। না হলে যৌন শক্তি বাড়াতে গিয়ে জীবন দিতে হতে পারে।