আজকাল ওয়েবডেস্ক: নগ্ন হয়ে কেক বা জেলির উপর বসে ভিডিও বানানো—শুনে অদ্ভুত লাগলেও, এই মুহূর্তে এটি বেশ জনপ্রিয় একটি ফেটিশ ট্রেন্ড, যার নাম ‘স্প্লোশিং’। ত্বকে নরম, স্যাঁতসেঁতে খাবারের ছোঁয়া থেকে যৌন উত্তেজনা—এই অদ্ভুত অভিজ্ঞতার ভিডিও এখন ছড়িয়ে পড়ছে অনলাইনে। বিখ্যাত ফুড-আর্ট কোম্পানি Bompas & Parr, যারা আগে মার্ক রনসনের জন্মদিনেও খাবারের আর্ট ইনস্টলেশন করেছেন, এবার নিজেরাই আয়োজন করলেন এক ‘স্প্লোশিং’ ফটোশুটের।
সংস্থার সহ-প্রতিষ্ঠাতা স্যাম বমপাস জানালেন, “শুরুতে আমরা স্প্লোশ পার্টির অনুরোধ পেয়ে হতবাক হয়েছিলাম। কিন্তু পরে এই বিষয়টি নিয়ে উৎসাহ বাড়ায়, আমরা সামাজিক মাধ্যমে স্বেচ্ছাসেবী আহ্বান করি। অনেকেই সাড়া দেন, আর তৈরি হয় এই ব্যতিক্রমী ভিডিও।” ছবিতে দেখা গেছে, কেক, জেলি, এমনকি পুডিংয়ের মধ্যেও নগ্ন শরীরে বসছেন অংশগ্রহণকারীরা—একটা ভিজে, মসৃণ অনুভবের আনন্দে। খাদ্য আর কামনার এই মিশ্রণে তৈরি হয়েছে এক আজব শিল্পধারা, যা রীতিমতো আলোড়ন তুলেছে ইন্টারনেটজুড়ে।
