আজকাল ওয়েবডেস্ক: ক্লে কোর্টের রাজা। সদ্য টেনিস থেকে অবসর নিয়েছেন রাফায়েল নাদাল। এবার রেকর্ড মূল্যে বিক্রি হল তাঁর একটি র্যাকেট। জানা গেছে, ২০১৭ সালে যে র্যাকেট নিয়ে খেলে ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হয়েছিলেন রাফা, সেটি নিলামে তোলা হয়েছিল।
সেবার ফরাসি ওপেন জিতেছিলেন নাদাল। প্রেস্টিজ মেমোরাবিলিয়া নিলামে সেটিকে তোলা হয়েছিল। প্রত্যাশাকে ছাপিয়ে গিয়েছে ২২ বার গ্র্যান্ড স্ল্যামজয়ীর র্যাকেটটির দাম। দাম উঠেছে ১ লক্ষ ৫৭ হাজার ৩৩৩ ডলারেরও বেশি। ভারতীয় মূল্যে দাম প্রায় ১ কোটি ৩৪ লক্ষ ৫২ হাজার টাকা। এক নিলাম বিশেষজ্ঞ জানিয়েছেন, ‘গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে নাদালের ব্যবহৃত র্যাকেট পাওয়া কঠিন। বিশেষ করে ফরাসি ওপেন ফাইনাল খেলা র্যাকেট পাওয়াই যায় না। সে জন্যই নাদালের এই র্যাকেটটির এত দাম উঠেছে।’
প্রসঙ্গত, গ্র্যান্ড স্ল্যাম জেতার মুহূর্তে হাতে যে র্যাকেটগুলি ছিল, সেগুলি সাধারণত হাতছাড়া করেন না নাদাল। কোনও ফাইনালে একাধিক র্যাকেট ব্যবহার করে থাকলে, একটি দিয়ে দেন অনেক সময়। নিলামে ওঠা র্যাকেটটি অবশ্য তেমন নয়। এই র্যাকেট নিয়েই ২০১৭ সালের গোটা ফাইনাল খেলেছিলেন নাদাল। আর তাই এই র্যাকেটটি নিয়ে সংগ্রাহকদের আগ্রহ ও উন্মাদনা ছিল তুঙ্গে।
