বলে বলে ‘হাউজফুল’!
তরুণ মনসুখানির পরিচালনায় ‘হাউসফুল ৫’ যেন হাউসফুল হিট-ই হয়ে উঠেছে! অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, রিতেশ দেশমুখ, নারগিস ফখরি, জ্যাকলিন ফার্নান্ডেজ এবং সাউন্দার্য শর্মাকে নিয়ে গঠিত এই স্টারস্টাডেড কমেডি ইতিমধ্যেই বক্স অফিসে হইচই ফেলে দিয়েছে। সাকনিকের প্রতিবেদন অনুযায়ী, ভারতে ছবিটির এখন পর্যন্ত আয় ৫৪ কোটি টাকা।
শুক্রবার মুক্তির প্রথম দিনেই ছবির সংগ্রহ ছিল ২৪ কোটি টাকা, আর বিশ্বব্যাপী প্রথম দিনের আয় ছুঁয়েছে ৪০ কোটি টাকা! এরপর শনিবার, দর্শকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো—দিনভর বেড়েছে অডিয়েন্সের সংখ্যা। আনুমানিক ৩০ কোটি টাকা আয় করে দ্বিতীয় দিনেও নিজের দাপট বজায় রেখেছে ‘হাউসফুল ৫’। সবমিলিয়ে মাত্র দুই দিনেই ছবির মোট সংগ্রহ ৫৪ কোটি টাকার অঙ্ক ছুঁয়েছে।
নতুন লুকে সলমন
একটি মিষ্টি নিজস্বী সমাজমাধ্যমে পোস্ট করে ভক্তদের ঈদের শুভেচ্ছা জানালেন সলমন খান। কিন্তু শুধু শুভেচ্ছা নয়, এদিন ভক্তদের চমক দিলেন একদম নতুন এক লুকে—ক্লিন শেভড সলমন যেন একেবারে ‘ম্যায়নে পেয়ার কিয়া’ যুগে ফিরে গেছেন! ছবিতে সলমনকে দেখা গেল একটি ক্যাজুয়াল টি-শার্টে, ব্যাকগ্রাউন্ডে বাড়ির সবুজ পরিবেশ আর কাঠের বেড়ার সারি। মুখে হালকা হাসি, চোখে প্রশান্তি—এক কথায় একদম ‘ফ্রেশ’ ভাইজান মুড।
নিজস্বীর ক্যাপশনেও ছিল তার সরল সৌন্দর্য—“ঈদ মুবারক” লিখে দিলেন সলমন। আর তাতেই ছবির বার্তা বাক্স ভরে উঠল ভক্তদের শুভেচ্ছা আর চমকের প্রতিক্রিয়ায়। অনেকেই বললেন, “ভাইজান, এই লুক একেবারে হার্টস্টপার!”
এ কেমন ধনুশ?
প্রথমবার বড়পর্দায় একসঙ্গে আসছেন ধনুশ ও কৃতি স্যানন। আনন্দ এল রাই পরিচালিত এই রোম্যান্টিক ড্রামা ‘তেরে ইশ্ক মে’ মুক্তি পাবে আগামী ২৮ নভেম্বর, আর ইতিমধ্যেই শুরু হয়েছে ছবিটি ঘিরে চর্চা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়েছে ছবির সেট থেকে ধনুশের একটি লুক। এক্স-এ (সাবেক টুইটার) পোস্ট হওয়া সেই ছবিতে ধনুশকে দেখা গিয়েছে ভারতীয় বায়ুসেনার পোশাকে—চেহারায় গম্ভীরতা, মুখে গোঁফ আর কাটা চুল। ইউনিফর্মে লেখা “শঙ্কর”—সম্ভবত ধনুশ অভিনীত চরিত্রের নাম।
সেই ছবির দেখে এক নজরে বোঝা যায়, এই ধনুশ আগের থেকে অনেক বেশি কঠিন, তীক্ষ্ণ এবং আত্মবিশ্বাসী। ‘তেরে ইশ্ক মে’ ধনুশ ও আনন্দ এল রাইয়ের তৃতীয় একসঙ্গে কাজ। এর আগে দর্শকরা এই জুটিকে ‘রাঞ্ঝনা’ ও ‘অতরঙ্গি রে’-তে পছন্দ করেছিল খুবই। চলতি বছরের জানুয়ারিতেই ট্রেড অ্যানালিস্ট তরুণ আদর্শ এই ছবির ঘোষণামূলক একটি ভিডিও শেয়ার করেন ইনস্টাগ্রামে।
