আজকাল ওয়েবডেস্ক: সময়টা একেবারেই ভাল যাচ্ছে না নেইমার জুনিয়রের। কার্লো অ্যানচেলোত্তি তাঁকে দলে রাখেননি। স্যান্টোসের হয়ে শেষ ম্যাচ মারাদোনার মতো হাত দিয়ে গোল করতে গিয়ে লাল কার্ড দেখেন। এবার জানা গেল তিনি করোনায় আক্রান্ত। স্যান্টোসই এক বিবৃতি একথা জানিয়েছে।
বৃহস্পতিবার থেকে তিনি আর অনুশীলনে নামেননি। সেদিন থেকেই করোনার উপসর্গ দেখা যায় তাঁর শরীরে। তিনি পরীক্ষা করেন। পরীক্ষায় ধরা পড়ে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত। নিজেকে গৃহবন্দি করে রেখেছেন নেইমার। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলছে চিকিৎসা।
এর আগে ২০২১ সালের মে মাসে করোনা আক্রান্ত হয়েছিলেন নেইমার। তখন তিনি প্যারিস সাঁ জাঁ-য়ে ছিলেন। চার মাস পরে তিনি ট্রেনিংয়ে ফিরেছিলেন।
প্যারিস সাঁ জাঁ থেকে চলে আসার পর তাঁর ফর্ম পড়তির দিকে। সৌদি আরবের ক্লাবে ছিলেন। কিন্তু সেই চোটের লাল চোখ দেখার পরে ফিরে আসেন স্যান্টোসে। সেখানেও তিনি নিজেকে মেলে ধরতে পারেননি। এর মধ্যেই খবর এল করোনা আক্রান্ত হয়েছেন ব্রাজীলীয় সুপারস্টার।
