আজকাল ওয়েবডেস্ক: রোদ যত বেশি, ত্বকের ক্ষতিও তত বেশি। গ্রীষ্মের কড়া রোদে বারবার বেরোতে গিয়ে অবাঞ্ছিত ট্যান পড়ে, ত্বক হারায় স্বাভাবিক উজ্জ্বলতা। অনেকেই জেলা ফেরাতে দামি কসমেটিক প্রোডাক্ট কিংবা পার্লার ট্রিটমেন্টের সাহায্য নেন। কিন্তু কৃত্রিম উপাদান আর কত ব্যবহার করবেন? ত্বকের যত্ন মানেই যে ব্যয়বহুল প্রসাধনী বা কেমিক্যাল-ভিত্তিক ট্রিটমেন্ট হতে হবে—তা কিন্তু নয়। তার বদলে ঘরেই রয়েছে সহজ আর কার্যকর সমাধান—টমেটো আর টক দই।
এই দুই উপাদানের যুগলবন্দি শুধু স্যালাড নয়, ত্বকের যত্নেও সমান কার্যকর। বাড়তি কোনও রাসায়নিক নয়, বরং একেবারে প্রাকৃতিক ভাবে ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনে এই প্যাক। চলুন জেনে নেওয়া যাক, কী ভাবে টমেটো ও টক দই ব্যবহার করলে ত্বকের ট্যান দূর হয় এবং ফিরে আসে প্রাকৃতিক জেল্লা।
টমেটো: প্রাকৃতিক ব্লিচ হিসাবে কাজ করে
টমেটোয় থাকে লাইকোপিন, এটি এক ধরনের শক্তিশালী অ্যান্টিঅক্সিড্যান্ট, যা রোদের প্রভাব থেকে ত্বককে রক্ষা করে। এটি প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট হিসেবেও কাজ করে। অর্থাৎ এটি ত্বকের কালচে ভাব ও দাগ হালকা করতে অত্যন্ত কার্যকর। তাছাড়া টমেটো ত্বকের রক্তসঞ্চালন বাড়াতেও সাহায্য করে, ফলে ত্বক হয় প্রাণবন্ত।
টক দই: ত্বকে আনে কোমলতা ও উজ্জ্বলতা
অন্যদিকে টক দই-এ রয়েছে ল্যাকটিক অ্যাসিড, যা মৃত কোষ তুলে ত্বককে করে মসৃণ ও উজ্জ্বল। এটি একটি প্রাকৃতিক এক্সফোলিয়েটর, যা ত্বকের গভীরে গিয়ে থেকে ট্যান দূর করতে সক্ষম। পাশাপাশি টক দই ত্বক রাখে হাইড্রেটেড এবং ঠান্ডা, যা গ্রীষ্মের দাবদাহে অত্যন্ত জরুরি।
ব্যবহারের পদ্ধতি
১. একটি টমেটো মাঝারি করে কেটে ব্লেন্ড করে নিন বা ভাল করে চটকে রস বার করুন।
২. তাতে মিশিয়ে দিন ২ চামচ টক দই।
৩. পুরো মিশ্রণটি মুখ ও গলায় ভাল করে লাগিয়ে নিন। চাইলে হাত-পা-তেও ব্যবহার করতে পারেন।
৪. প্রায় ১৫-২০ মিনিট রেখে হালকা গরম জলে ধুয়ে ফেলুন।
৫. সপ্তাহে অন্তত ২–৩ দিন ব্যবহার করলেই চোখে পড়ার মতো পরিবর্তন মিলবে।
