ভারতীয় রেল একটি সংক্ষিপ্ত বিজ্ঞপ্তির মাধ্যমে ২২,০০০ লেভেল-১ গ্রুপ ডি পদের জন্য নিয়োগ ঘোষণা করেছে। উচ্চমাধ্যমিক পাস করেছেন এমন যোগ্য প্রার্থীরা ২১ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত আরআরবি-র অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন।
2
10
আবেদনকারীদের অবশ্যই দশম শ্রেণি পাস হতে হবে। তবে নির্দিষ্ট পদের জন্য আইটিআই যোগ্যতাধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। আধার কার্ডের বিবরণ, যেমন নাম, জন্মতারিখ, ছবি এবং বায়োমেট্রিক তথ্য অবশ্যই হাই স্কুল সার্টিফিকেটের সঙ্গে হুবহু মিলতে হবে।
3
10
রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীর বয়স ১ জানুয়ারি, ২০২৬ তারিখ অনুযায়ী ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণির জন্য তিন বছরের এবং ওবিসি ও তফসিলি শ্রেণির জন্য পাঁচ বছরের ছাড় মিলবে।
4
10
সাধারণ, ওবিসি এবং ইডব্লিউএস শ্রেণির জন্য আবেদন ফি ৫০০ টাকা। এসসি, এসটি, পিডব্লিউডি বিভাগ এবং মহিলাদের ২৫০ টাকা দিতে হবে। নির্বাচন প্রক্রিয়ার মধ্যে একটি কম্পিউটার-ভিত্তিক পরীক্ষা (সিবিটি), শারীরিক পরীক্ষা এবং ডাক্তারি পরীক্ষাও রয়েছে।
5
10
প্রথমে, সাধারণ বিজ্ঞান, গণিত, যুক্তি এবং সাধারণ জ্ঞান বিষয়ের উপর ১০০টি প্রশ্নসহ একটি কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT) হবে।
6
10
এরপর, যারা সিবিটি-তে উত্তীর্ণ হবেন, তাদের শারীরিক সক্ষমতা পরীক্ষা (PET) দিতে হবে। যার মধ্যে পুরুষদের জন্য ৩৫ কেজি ওজন বহন করে ১০০ মিটার দৌড়াতে হবে। সবশেষে, নথি যাচাইয়ের পর একটি শারীরিক পরীক্ষা করা হবে।
7
10
বিজ্ঞপ্তিতে সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশনের (সিপিসি) বেতন কাঠামো অনুযায়ী লেভেল-১ ক্যাটাগরিতে প্রায় ২২,০০০ শূন্যপদের কথা উল্লেখ করা হয়েছে। পদ এবং স্থানভেদে লেভেল ১ পদের জন্য প্রাথমিক বেতন প্রতি মাসে ১৮,০০০ টাকা থেকে ৩৫,০০০ টাকা পর্যন্ত হতে পারে।
8
10
রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, পয়েন্টসম্যান-বি, সহকারী (ট্র্যাক মেশিন), সহকারী (সেতু), ট্র্যাক রক্ষণাবেক্ষণকারী গ্রেড IV, সহকারী পি-ওয়ে, সহকারী (সিএন্ডডব্লিউ), সহকারী টিআরডি, সহকারী (এসএন্ডটি), সহকারী লোকো শেড (ডিজেল), সহকারী লোকো শেড (ইলেকট্রিক্যাল), সহকারী অপারেশনস (ইলেকট্রিক্যাল), সহকারী টিএল ও এসি, সহকারী টিএল ও এসি (কর্মশালা), সহকারী (কর্মশালা) (মেকানিক্যাল) পদে নিয়োগ করা হবে।
9
10
নির্বাচিত প্রার্থীরা সপ্তম বেতন কমিশনের লেভেল ১ অনুযায়ী ১৮,০০০ টাকা প্রাথমিক মূল বেতন পাবেন। এছাড়াও, তারা মহার্ঘ ভাতা (ডিএ), বাড়ি ভাড়া ভাতা (এইচআরএ) এবং রেলের অন্যান্য ভাতা পাবেন।
10
10
শুধুমাত্র আরআরবি-র অনলাইন পোর্টাল rrbapply.gov.in-এর মাধ্যমেই আবেদন করা যাবে। আবেদনকারীদের তাঁদের ব্যক্তিগত ও শিক্ষাগত বিবরণ সাবধানে পূরণ করতে হবে যাতে আবেদনপত্র বাতিল না হয়ে যায়।