নতুন বছর মানেই নতুন আশা, নতুন পরিকল্পনা আর নতুন শুরুর স্বপ্ন। জ্যোতিষশাস্ত্র ও সংখ্যাতত্ত্ব অনুযায়ী, বছরের প্রথম দিনটি যেমন গুরুত্বপূর্ণ, তেমনই এই দিনে কিছু কাজ এড়িয়ে চলাও খুব দরকার।
2
12
জ্যোতিষশাস্ত্র বলছে, ১ জানুয়ারির যে কোনও কাজ গোটা বছরের ভাগ্যের উপর প্রভাব ফেলতে পারে। ২০২৬ সালের ১ জানুয়ারি, জন্মতারিখ অনুযায়ী কোন কোন কাজ না করাই ভাল, আসুন জেনে নেওয়া যাক।
3
12
যাঁদের জন্মসংখ্যা ১ (জন্ম ১, ১০, ১৯ বা ২৮ তারিখে), তাঁদের এদিন বয়ঃজেষ্ঠ কোনও ব্যক্তির সঙ্গে তর্কে জড়ানো একেবারেই উচিত নয়। এতে সম্মানহানি ও মানসিক অশান্তি বাড়তে পারে।
4
12
জন্মসংখ্যা ২ হলে (২, ১১, ২০, ২৯), মা, বোন বা পরিবারের মহিলা সদস্যদের সঙ্গে কঠোর ব্যবহার এড়িয়ে চলুন। নরম ব্যবহার ও সহানুভূতিই এদিন আপনার জন্য শুভ।
5
12
যাঁদের জন্মসংখ্যা ৩ (৩, ১২, ২১, ৩০), তাঁদের ১ জানুয়ারি মদ্যপান থেকে দূরে থাকাই ভাল। নেশা ভুল সিদ্ধান্তের কারণ হতে পারে, যা বছরের শুরুতেই অশুভ ইঙ্গিত দিতে পারে।
6
12
জন্মসংখ্যা ৪ (৪, ১৩, ২২, ৩১) হলে মিথ্যা বলা বা কাউকে ভুল বোঝানো থেকে বিরত থাকুন। সততা বজায় রাখলে মানসিক শান্তি বজায় থাকবে।
7
12
যাঁদের জন্মসংখ্যা ৫ (৫, ১৪, ২৩), তাঁদের শিশু, মহিলা বা দুর্বল কাউকে কষ্ট দেওয়া একেবারেই নিষেধ। স্ত্রী বা বোনের সঙ্গে অসম্মানজনক আচরণ করলে তার প্রভাব সারা বছর পড়তে পারে।
8
12
জন্মসংখ্যা ৬ (৬, ১৫, ২৪) হলে ১ জানুয়ারি স্নান না করে থাকা বা অপরিষ্কার থাকা অশুভ বলে মনে করা হয়। শারীরিক পরিচ্ছন্নতার সঙ্গে মানসিক পবিত্রতাও বজায় রাখুন।
9
12
যাঁদের জন্মসংখ্যা ৭ (৭, ১৬, ২৫), তাঁদের কোনও প্রাণী, বিশেষ করে কুকুরদের কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। প্রাণীর প্রতি দয়া এদিন সৌভাগ্য ডেকে আনে।
10
12
জন্মসংখ্যা ৮ (৮, ১৭, ২৬) হলে জুয়া, বাজি বা মদ্যপান এড়িয়ে চলুন। পাশাপাশি বাড়ির পরিচারিকা বা অধস্তন কর্মীদের সম্মান দিয়ে কথা বলুন।
11
12
যাঁদের জন্মসংখ্যা ৯ (৯, ১৮, ২৭), তাঁদের রাগ নিয়ন্ত্রণে রাখা জরুরি। অকারণে রেগে গেলে সম্পর্ক ও ভাগ্য দুটোই ক্ষতিগ্রস্ত হতে পারে।
12
12
সবমিলিয়ে বলা যায়, ২০২৬ সালের প্রথম দিনে সংযম, সম্মান ও ইতিবাচক মনোভাব বজায় রাখলেই বছরভর শুভ ফল পাওয়ার সম্ভাবনা বাড়ে। নতুন বছর শুরু হোক শান্তি, সৌভাগ্য আর শুভ শক্তির সঙ্গে।