আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ড সিরিজ দরজায় কড়া নাড়ছে। আইপিএল শেষ হলেই শুরু হবে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। তবে শুক্রবার থেকে ব্রিটিশদের ডেরায় প্রস্তুতি শুরু করে দেয় ভারতীয় ক্রিকেটাররা। ক্যান্টারবারির স্টেন্ট লরেন্স গ্রাউন্ডে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে প্রথম আনঅফিসিয়াল টেস্টে নেমেছে ভারতীয় এ দল। প্রথম দিনই শতরান করুণ নায়ারের। ১৫৫ বলে একশো রানে পৌঁছে যান ব্রাত্য তারকা। ঘরোয়া ক্রিকেটে ভুরিভুরি রান করলেও জাতীয় দলে জায়গা পাচ্ছিলেন না। যদিও বেশ কয়েক বছর আছে টেস্টে তাঁর ট্রিপল সেঞ্চুরি ছিল। রোহিত শর্মা, বিরাট কোহলির অবসরের ভাগ্যের দরজা খোলে নায়ারের। বিদেশের মাঠে নেমেই নিজের জাত চেনালেন। প্রস্তুতি ম্যাচ হলেও, প্রথম দিনই পেলেন শতরান। অর্ধশতরানে পৌঁছতে নেন ৮৫ বল। ১৫৫ বলে শতরান সম্পূর্ণ করেন।
অন্যদিকে একটুর জন্য শতরান হাতছাড়া হয় সরফরাজ খানের। ১১৯ বলে ৯২ রান করে আউট হন। ১০ কেজি ওজন কমিয়েছেন। তাঁর ওজনের জন্য অনেক জায়গায় ব্রাত্য তিনি। সমালোচনার মুখে পড়তে হয়। একেবারেই পছন্দ করেন না গৌতম গম্ভীর। তবে যাবতীয় সমালোচনার জবাব দিলেন সরফরাজ। তবে মাত্র ৮ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয়। তিনি আউট হওয়ার পর করুণের সঙ্গে জুটি বাঁধেন ধ্রুব জুরেল। অর্ধশতরান তুলে নেন তিনিও। তাঁদের জুটিতে ৪০০ রানের গণ্ডি পেরোয় ভারতীয় এ দল। প্রথম দিনের খেলার শেষে ৩ উইকেট হারিয়ে ভারতীয় এ দলের রান ৪০৯। ১৮৬ রানে অপরাজিত করুণ। ৮২ রানে ব্যাট করছেন জুরেল। দিনের শেষে চালকের আসনে করুণ, অভিমন্যুরা।
