আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার পাটনা বিমানবন্দরে উঠতি তারকা বৈভব সূর্যবংশীর সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৪ বছরের বৈভব সম্প্রতি আইপিএলে চোখ ধাঁধানো পারফরম্যান্স করে উঠে এসেছেন লাইমলাইটে। এমনকি, টিম ইন্ডিয়ার অনুর্ধ্ব ১৯ দলেও সুযোগ দেওয়া হয়েছে তাঁকে। রাজস্থান রয়্যালসের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে দেশজুড়ে চর্চার কেন্দ্রে উঠে এসেছেন তিনি। রাজস্থান রয়্যালস প্লে-অফে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় দল থেকে ছুটি পেয়ে নিজের বাড়ি ফিরছিলেন বৈভব। তাঁর সঙ্গে ছিলেন পরিবারের সদস্যরাও। সেই সময়ই পাটনা বিমানবন্দরে তাঁদের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী।

?ref_src=twsrc%5Etfw">May 30, 2025

পরে নিজের সোশ্যাল মিডিয়ায় বৈভবের সঙ্গে তোলা ছবি শেয়ার করে মোদি লেখেন, ‘পাটনা বিমানবন্দরে তরুণ ক্রিকেট প্রতিভা বৈভব সূর্যবংশী এবং তাঁর পরিবারের সঙ্গে দেখা করলাম। তাঁর ব্যাটিং দক্ষতা আজ গোটা দেশের প্রশংসা কুড়োচ্ছে! আগামী দিনের জন্য ওঁকে জানাই আন্তরিক শুভেচ্ছা’। গত বছর জেদ্দায় অনুষ্ঠিত মেগা নিলামে মাত্র ১৩ বছর বয়সেই রাজস্থান রয়্যালস তাঁকে ১.১ কোটি টাকায় দলে নেয়। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নিজের আইপিএল অভিষেক ম্যাচেই বাজিমাত করেন বৈভব। শার্দুল ঠাকুরের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে নজর কেড়ে নেন এই বাঁহাতি ব্যাটার।

এরপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি বৈভবকে। ৭টি ম্যাচে ৩৬ গড়ে করেন ২৫২ রান, স্ট্রাইক রেট ২০৬.৫৫। ওপেনিংয়ে যশস্বী জয়সওয়ালের সঙ্গে গড়ে তোলেন জমজমাট জুটি। গত ২৮ এপ্রিল, গুজরাট টাইটান্সের বিরুদ্ধে জয়পুরে খেলা ছিল বৈভবের জন্য টার্নিং পয়েন্ট। এই ম্যাচেই তিনি হয়ে যান টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বকনিষ্ঠ হাফ-সেঞ্চুরি করা ভারতীয়। মাত্র ৩৫ বলে শতরান করে গড়েন আইপিএলের ইতিহাসে ভারতীয় ব্যাটারদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। তাঁর ব্যাটে ভর করে রাজস্থান রয়্যালস ৮ উইকেটে ম্যাচ জেতে। গত ২০ মে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে বৈভব চলতি আইপিএলে নিজের শেষ ম্যাচ খেলেন। সেখানেও মাত্র ৩৩ বলে ৫৭ রান নিজের প্রতিভার ঝলক দেখান তিনি।