আজকাল ওয়েবডেস্ক: ঐতিহাসিক পদক্ষেপ নিতে চলেছে সৌদি আরব। বিশ্বকাপের কথা মাথায় রেখে ৭৩ বছরের নির্বাসন তুলে দিতে চলেছে। ২০২৬ সাল থেকে সৌদি আরবে পাওয়া যাবে মদ। আগামী দশ বছরের মধ্যে দুটো বড় আন্তর্জাতিক ইভেন্ট রয়েছে সৌদি আরবে। ২০৩০ সালে এক্সপো আছে। ২০৩৪ সালে রয়েছে ফিফা বিশ্বকাপ। তারই প্রস্তুতিস্বরূপ এই পদক্ষেপ নিতে চলেছে সরকার। সংযুক্ত আরব আমিরশাহি এবং বাহরিনের কিছু পর্যটকস্থানে মদ্যপানের নিয়ম রয়েছে। এবার সেটাই করতে চলেছে সৌদি আরব। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ওয়াইন, বিয়ার এবং সাইডার ৬০০টি লাইসেন্স প্রাপ্ত স্থানে পাওয়া যাবে। যার মধ্যে রয়েছে পাঁচতারা হোটেল, বিলাসবহুল রিসর্ট, নিয়ম, সিন্দালাহ দ্বীপ এবং রেড সি প্রজেক্ট। এই সমস্ত জায়গায় ওয়াইন, বিয়ার এবং সাইডার পাওয়া যাবে। তবে যেসব মদে অ্যালকোহলের পরিমান ২০ শতাংশের বেশি, সেই মদের ওপর নিষেধাজ্ঞা জারি থাকবে।
সুরাপ্রেমীদের জন্য সুখবর হলেও খুব বেশি উত্তেজিত হওয়ার কারণ নেই। কারণ বাড়িতে, দোকানে এবং পাবলিক প্লেসে মদ বিক্রি হবে না। দেশে মদ উৎপাদনও হবে না। শুধুমাত্র লাইসেন্সপ্রাপ্ত ভেন্যুগুলোতেই পাওয়া যাবে। তবে সৌদি আরব সরকারের এই পদক্ষেপে ৭৩ বছরের নিয়ম ভেঙে যাবে। গত সাত দশকেরও বেশি সৌদিতে মদ বিক্রি হয়নি। দুটো আন্তর্জাতিক ইভেন্টের পাশাপাশি দেশে পর্যটন বাড়ানোর জন্য এই পদক্ষেপ নেওয়া হবে। সরকার মনে করছে, এতে বিদেশি লগ্নি বাড়বে। প্রসঙ্গত, শারিয়া আইন অনুযায়ী ১৯৫২ সাল থেকে সৌদিতে মদ নিষিদ্ধ। কিন্তু ক্রাউন প্রিন্স মহম্মদ বিন সলমনের নেতৃত্বে আধুনিকতা প্রবেশ করতে চলেছে দেশে।
