আর্য-অপর্ণার বিয়ের তোরজোড় শুরু‌। এর মধ্যেই আবার মাঝেমাঝে পূর্বজন্মের স্মৃতি ফিরে আসছে অপর্ণার। কয়েকদিন আগে ধারাবাহিকে দেখা যায় ঘুমের ঘোরে এক নববধূকে স্বপ্নে দেখে অপর্ণা। আবার সেই একই স্বপ্ন দেখে আর্যও। অপর্ণা অস্থির হয়ে ওঠে। কেন সে বারবার এরকম দেখছে? কিছুতেই উত্তর খুঁজে পায় না। আজও অপর্ণার মনে রাজনন্দিনীকে নিয়ে নানা প্রশ্ন ঘোরে। কিছুদিন ধরেই টলিপাড়ার অন্দরে‌ খবর ছিল এবার দেখা যেতে চলেছে রাজনন্দিনীর চরিত্রটিকে। জানা গিয়েছিল, আর্যর প্রথম স্ত্রীর চরিত্রে থাকতে পারেন অভিনেত্রী পায়েল দে। এবার সেই জল্পনা সত্যি হল। 

 

 

সদ্য প্রকাশ্যে আসা ধারাবাহিকের নতুন প্রোমোয় দেখা যাচ্ছে বিয়ের মণ্ডপে আর্য-অপর্ণা। সাতপাকে ঘুরছে তারা। ধুমধাম করেই বিয়ের আয়োজন হয়েছে দেখা যাচ্ছে। এদিকে, আর্যর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে গিয়ে রাজনন্দিনীকে চোখের সামনে দেখতে পায় অপু। এই চরিত্রে এবার দেখা মেলে পায়েল দের। প্রোমোতে দেখা যায়, আর্যর সঙ্গে বিয়ের কনের বেশে সাতপাক ঘুরছে রাজনন্দিনী। যদিও বিয়ের দিন আবার পূর্বজন্মের কথা মনে পড়ায় বেশ ঘাবড়ে যায় অপর্ণা। আর্য তার মনোবল জোগায়। অপর্ণার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়ে সারাজীবন একসঙ্গে থাকার প্রতিশ্রুতি দেয়। 

 

 

এই প্রোমো দেখে দর্শক মহলে উত্তেজনার পারদ আরও বেড়েছে। আর্য-অপুর বিয়ে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন অনুরাগীরা। তাই বিয়ের ঝলক সামনে আসতেই দারুণ খুশি তাঁরা। এমনকী পায়েল দেকেও নতুন চরিত্রে দেখার জন্য উৎসাহী দর্শক।‌ ওই পর্বের পরে যে টিআরপি তালিকায় বেশ পরিবর্তন আসবে, তা অনুমান করছে দর্শক মহল।  

 

 

এদিকে, এখন গল্পে বিয়ের দিন যত এগিয়ে আসছে, আর্য-অপর্ণার প্রেম যেন আরও বাড়ছে। রাতে বাড়ির ছাদে লুকিয়ে দেখা থেকে শুরু করে ছদ্মবেশে অপর্ণার কলেজেও হাজির হয় আর্য। জিন্স, টি-শার্ট পরে এ যেন একেবারে অন্য আর্য। গাড়ি নয়, বাইক চালিয়ে অপর্ণার কলেজে আসে সে। তাকে দেখে প্রথমে চিনতেই পারে না অপর্ণার মা। পরে জানতে পারে অপর্ণার বন্ধুরা একটা চ্যালেঞ্জ দিয়েছে আর্যকে। সে অপুর থেকে বয়সে অনেকটা বড় বলে বন্ধুদের পক্ষ থেকে এসেছে এক চ্যালেঞ্জ। যে চ্যালেঞ্জে জিততে পারলে অপুর মান থাকবে বন্ধুদের কাছে। কিন্তু কী সেই চ্যালেঞ্জ? সেটা জানা যাবে ধারাবাহিকের আগামী পর্বে।