আজকাল ওয়েবডেস্ক: কর্ণাটকের বেলাগাভি জেলার গোকাক শহরের মহালিঙ্গেশ্বর কলোনিতে টানা বৃষ্টির ফলে দেওয়াল ধসে মৃত্যু হল তিন বছরের কীর্থিলা নাগেশ পুজারির। সোমবার ভোরে ঘুমন্ত অবস্থায় বাড়ির পেছনের দেওয়াল ভেঙে পড়ে দুই বোনের উপর। ঘটনাস্থলেই মৃত্যু হয় কীর্থিলার, আহত হয়েছে তার চার বছর বয়সী দিদি। শিশুটিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সময় তাদের বাবা-মা অন্য ঘরে ঘুমাচ্ছিলেন এবং অক্ষত রয়েছেন। গোকার থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মৃতদেহ গোকার সরকারি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর (IMD) বেলাগাভি ও ধারওয়াদ জেলায় সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে এবং জারি হয়েছে কমলা সতর্কতা।

এদিকে, বেঙ্গালুরুতেও ১৯ মে এক অনুরূপ ঘটনায় ৩৫ বছর বয়সী শশীকলা নামক এক মহিলার মৃত্যু হয়। টানা বৃষ্টিতে দেওয়াল ভেঙে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। শশীকলা, যাদগীর জেলার শাহাপুরের বাসিন্দা, স্বামী ও দুই শিশুসন্তানকে রেখে গেছেন।