আজকাল ওয়েবডেস্ক:‌ গ্রুপ লিগে বাকি রয়েছে দুটি ম্যাচ। প্লে অফে উঠলে খেলতে হবে আরও ম্যাচ। আইপিএলের বাকি কয়েকটি ম্যাচের জন্য একপ্রকার বাধ্য হয়েই তিনটি বদল করল পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স।


জাতীয় দলের শিবিরে যোগ দিতে হবে। তাই গ্রুপ পর্বের পর আইপিএলে আর খেলতে পারছেন না মুম্বইয়ের উইল জ্যাকস, রায়ান রিকেলটন ও করবিন বশ। তিন ক্রিকেটারই দেশে ফিরে যাবেন। প্রসঙ্গত, গ্রুপ পর্বে আর দুটি ম্যাচ বাকি রয়েছে মুম্বইয়ের। 


সামনেই রয়েছে ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ সাদা বলের সিরিজ। জ্যাকস রয়েছেন ইংল্যান্ডের জাতীয় দলে। তাই তিনি আর খেলতে পারবেন না আইপিএল। অন্যদিকে রিকেলটন ও বশ দক্ষিণ আফ্রিকার টেস্ট স্কোয়াডে রয়েছেন। ১১ জুন থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হবে। তাই শিবিরে যোগ দেবেন দুই ক্রিকেটারই। 


এদিকে মুম্বই উইকেটরক্ষক উইল জ্যাকসের পরিবর্তে দলে আরেক ইংরেজ উইকেটরক্ষক ব্যাটার জনি বেয়ারস্টোকে। ৫ কোটি ২৫ লক্ষ টাকায় নেওয়া হয়েছে জ্যাকসকে। 


আরেক ইংরেজ ক্রিকেটার রিচার্ড গ্লেসনকে নেওয়া হয়েছে রিকেলটনের জায়গায়। তাঁকে নেওয়া হল ১ কোটি টাকায়। করবিন বশের জায়গায় শ্রীলঙ্কার টি২০ অধিনায়ক চরিথ আসালাঙ্কাকে ৭৫ লক্ষ টাকায় দলে নিয়েছে মুম্বই। 


যদিও মুম্বই প্লে অফে উঠলে তবেই এই ক্রিকেটাররা খেলার সুযোগ পাবেন। 


এটা ঘটনা, গুজরাট, পাঞ্জাব ও আরসিবি উঠে গেছে প্লে অফে। বাকি রয়েছে আর একটি জায়গা। মুম্বইয়ের ১২ ম্যাচে ১৪ পয়েন্ট। খেলা বাকি দিল্লি ও পাঞ্জাবের বিরুদ্ধে। দুটি জিতলেই মুম্বই যাবে প্লে অফে। আর একটি হারলেই ছিটকে যেতে হবে।