আজকাল ওয়েবডেস্ক: মহেন্দ্র সিং ধোনি নামটাই যথেষ্ট। তেতাল্লিশ পূর্ণ করে চুয়াল্লিশে পড়তে চলেছেন। ব্যাটে রান নেই। নেতৃত্বে ক্ষিপ্রতা কমেছে। সর্বোপরি প্লে অফ থেকে ছিটকে গিয়েছে চেন্নাই সুপার কিংস। কিন্তু তাতে ধোনির জনপ্রিয়তায় কোনও ভাঁটা পড়েনি। সোম সন্ধের ইডেনে তারই প্রমাণ। রবিবার কলকাতা নাইট রাইডার্সের জয়ের পর জানিয়ে দেওয়া হয়েছিল, সোমবার সন্ধেয় চেন্নাই সুপার কিংস ইডেনে প্র্যাকটিস করবে। যা শুনেই নড়েচড়ে বসে শহরের ক্রিকেটপ্রেমীরা। এটাই হয়তো বাইশ গজে শেষবার ধোনিকে দেখার সুযোগ। পরের আইপিএলে খেলবেন কিনা জানা নেই। তাই বিকেল হতেই ইডেনের বাইরে ভিড় জমায় সাধারণ মানুষ। আট থেকে আশি, সব ধরনের সমর্থক ভিড় করে ইডেন চত্বরের বাইরে। কিন্তু হতাশ করলেন ধোনি। তিনি, রবীন্দ্র জাদেজা এবং স্যাম করণ ছাড়া পুরো চেন্নাই দল প্র্যাকটিস করে। সন্ধে ছটা থেকে প্রায় সাড়ে আটটা পর্যন্ত অনুশীলন চলে।
প্লে অফের দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছে চেন্নাই। তাই ঐচ্ছিক অনুশীলনে যোগ দেননি সিএসকের অস্থায়ী অধিনায়ক। শহরে চলে এলেও হোটেলেই বিশ্রাম নেন কলকাতার জামাই। চেন্নাই শিবিরের পক্ষ থেকে জানানো হয়, ঐচ্ছিক প্র্যাকটিস বলে মাঠমুখো হননি ধোনি। তবে ইডেনে না থেকেও ছিলেন। সবচেয়ে বেশি আলোচনা হয় তাঁকে নিয়ে। একটাই প্রশ্ন, পরের আইপিএলেও কি খেলবেন ধোনি? ক্যাপ্টেন কুল না থাকলেও এদিন ক্রিকেটের নন্দনকাননে হাজির ছিলেন সিএসকের সিইও কাশি বিশ্বনাথ। জানা গিয়েছে, কাছের লোকেদের সঙ্গে ধোনিকে নিয়ে আলোচনা করেন। স্পষ্ট জানান, অবসরের বিষয়টি সম্পূর্ণ ধোনির ওপর নির্ভর করছে। তাঁদের পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য তিনি। আগের দিনই চিপকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হারের পর চেন্নাইয়ের সিইওর সঙ্গে মাঠেই কথা বলতে দেখা যায় ধোনিকে। তখন ধরে নেওয়া হয়েছিল, হয়তো এটাই ধোনির শেষ বছর। কিন্তু কাশি বিশ্বনাথ জানান, অবসর নিয়ে এখনও কিছু জানাননি ধোনি।
