আজকাল ওয়েবডেস্ক:‌ এটাই শেষ আইপিএল?‌ ২০২৬ আইপিএলে আর দেখা যাবে না আন্দ্রে রাসেলকে?‌ এমন প্রশ্ন উঠতে শুরু করেছে। 


প্রসঙ্গত, এবারের আইপিএলে চূড়ান্ত ব্যর্থ রাসেল। রবিবারের ম্যাচ ছাড়া নেই একটাও অর্ধশতরান। চারিদিক থেকে ধেয়ে আসছিল সমালোচনা। ২৫ বলে ৫৭ রানের ইনিংস খেলে আপাতত তা থামিয়েছেন রাসেল। তাছাড়া সম্প্রতি ৩৭ বছরে পা দিয়েছেন রাসেল। ম্যাচের পর কেকেআর স্পিনার বরুণ চক্রবর্তী বলে দিয়েছেন, ‘‌রাসেলের সঙ্গে যেটুকু কথা হয়েছে তাতে আরও ২–৩ টি সাইকেল অর্থাৎ আরও ছয় বছর আইপিএল খেলে দিতে পারবে ও। 


একটা সাইকেল মানে তিনটি বছর। তার মধ্যে অবশ্য মেগা নিলাম থাকবে। ফর্ম ও ফিটনেস থাকলে রাসেল অন্তত ৪০ বছর অবধি কেকেআরেই খেলতে চান বলে দাবি বরুণের। তিনি বলেছেন, ‘‌রাসেল একদম ফিট রয়েছে। বয়স কত হল সেটা বিচার্য নয়। দলের জন্য সেরাটা দিতে পারলেই হল। ফ্রাঞ্চাইজি ক্রিকেটে এটাই আসল।’‌


চলতি আইপিএলে স্পিনের বিরুদ্ধে বারবার ব্যর্থ হচ্ছিলেন রাসেল। কিন্তু রবিবার অন্য মূর্তিতে দেখা গেছে রাসেলকে। বরুণের কথায়, ‘‌এটা রাসেলের উপর নির্ভর করে। ও কাদের আক্রমণ করবে। কিন্তু আমি বলব রাসেল স্পিনের বিরুদ্ধেও যথেষ্ট সাবলীল। সেটা রাজস্থান ম্যাচে দেখা গেছে। অনুশীলনেও রাসেলকে দেখেছি স্পিনারদের মারতে।’‌


এটা ঘটনা রবিবারের ম্যাচের আগে মাত্র ৭২ রান করেছিলেন রাসেল। ১২ কোটি টাকায় রাসেলকে রেখে দিয়েছে কলকাতা। অবশেষে রাসেল সুলভ ইনিংস খেললেন ক্যারিবিয়ান ব্যাটার।