আজকাল ওয়েবডেস্ক: মিলিন্দ সোমন মানেই ফিটনেস। সুঠাম দেহ, বলিষ্ঠ চেহারা। নব্বইয়ের দশকের ভারতীয় মডেলিং দুনিয়ার বেতাজ বাদশা মিলিন্দ সোমনের ফিটনেস আজও যে কোনও তরুণকে হার মানাতে পারে। বয়স বাড়লেও আলিশা চিনাইয়ের 'মেড ইন ইন্ডিয়া'র তারকার জন্য প্রযোজ্য ‘হিট অ্যান্ড ফিট’। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই নিজের ফিটনেসের ঝলক সামনে আনেন মিলিন্দ। বেশ কয়েকদিন আগে একটি সাক্ষাৎকারে তাঁর ফিটনেসের রহস্য ফাঁস করেন তিনি।
মিলিন্দের ডায়েটে থাকে না চা কিংবা কফি। ঘুম থেকে উঠে প্রথমেই তিনি খান ফলের রস। তাঁর কথায়, "ছোটবেলা থেকে চা-কফি খাওয়ার অভ্যাস নেই। আমি ছোট বয়সে কোথাও একটা পড়েছিলাম যে চা-কফি খাওয়া খারাপ অভ্যাস। সেই কথাই মনে থেকে গিয়েছে।" ক্যাফিনেটেড পানীয়ের চেয়ে ফলের রস পছন্দ করা মিলিন্দের স্বাস্থ্য সচেতনতার অন্যতম লক্ষণ। শুধু তাই নয়, এই অভ্যাস ষাটের কাছাকাছি বয়সেও তাঁর অফুরন্ত এনার্জি ও চেহারা ধরে রাখার মূলে রয়েছে।
খাদ্যাভাসে অত্যন্ত নিয়মানুবর্তিতা পালন করেন করেন মিলিন্দ। সুষম ও স্বাস্থ্যকর ডায়েটের উপর জোর দেন তিনি। মিলিন্দ জানিয়েছেন, তিনি ভাজা খাবার পছন্দ করেন না এবং মাংসও খুব একটা খান না। দশম শ্রেণী পর্যন্ত খেলাধুলা করতেন। তাঁর প্রতিযোগিতামূলক সাঁতারে আগ্রহ ছিল। তাই ছোট থেকে পুষ্টিকর ডায়েট মেনে চলতেন তিনি।
বয়স বেড়েছে ঠিকই, তবে এই তারকার আবেদন যে কোনও অংশে কমে যায়নি তা বারংবার প্রমাণ করে দেন তিনি। যার নেপথ্যে ডায়েট ছাড়াও রয়েছে তাঁর শরীরচর্চার অভ্যাস। নিয়মিত মিলিন্দ কার্ডিও, যোগাভ্যাস অনুশীলন করেন। প্রায়ই সাঁতার কাটেন, সাইকেল চালান এবং পেশীর সহনশীলতা এবং শরীরে রক্ত প্রবাহ উন্নত করতে দৌড়ান। তাঁর কথায়, 'শরীরচর্চা করলেই হবে না, ফিট থাকতে জীবনযাত্রাতেও বদল আনা জরুরি।'
