আজকাল ওয়েবডেস্কঃ কবি বলেছিলেন, 'ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে'। এটা যেমন ঠিক,  তেমনই এটাও সত্যি, যে  বেশিরভাগই পুরুষই চান তাঁর প্রথম সন্তান মেয়ে হোক। 

 তবে  প্রশ্ন হল কেন তাঁরা  প্রথম সন্তান হিসেবে কন্যা সন্তান চান? এই বিষয়ে সরব এক যুবক।  সোশ্যাল মিডিয়ায় তা  পোস্টও করেছেন তিনি।

এর উত্তরে যদিও নানা জন নানা মত উত্তর দিয়েছেন৷ কমেন্টে কেউ বলেছেন, মেয়েদের মধ্যে সবচেয়ে বেশি উদারতা থাকে, নমনীয়তা থাকে, তাই অনেকেই কন্যা সন্তান চান। কারওর আবার মত, পুরুষের নমনীয় দিকটা একজন নরী বের করে আনতে পারে। সেই কারণেই একজন পুরুষ চান কন্যা সন্তান।

পরিবারে মায়েদেরই সবচয়ে বেশি সহ্য করে চলতে হয়। এমন অনেক আছে পরিবারের সবার খাওয়া হলে তখন একজন মা খেতে বসেন।  এই দু:খ দেখেই একজন মেয়েকে আদরে মানুষ করার লক্ষ্যে কন্যা সন্তান চান একজন পুরুষ।
 পোস্টের কমেন্টে নানা মিশ্র প্রতিক্রিয়া এসেছে। পাশাপাশি এই পোস্টটি  দ্রুত ছড়িয়ে পড়েছে নেটপাড়ায়।