আজকাল ওয়েবডেস্ক: ২৩.৭৫ কোটি টাকার বিনিময়ে কলকাতা নাইট রাইডার্স তাঁকে দলে নিয়েছে। কিন্তু তাঁর নিজের দাম এবং নামের প্রতি সুবিচার করতে পারছেন না ভেঙ্কটেশ আইয়ার।
ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার অনিল কুম্বলে কলকাতা নাইট রাইডার্সের তারকা ভেঙ্কটেশ আইয়ারের ব্যাটিং পজিশন পরিবর্তন করার পরামর্শ দিয়েছেন।
এখনও পর্যন্ত ৬ ইনিংসে ভেঙ্কটেশ আইয়ার ১৩৫ রান করেছেন। অনিল কুম্বলে বলেন, ''সুনীল নারিনের সঙ্গে ভেঙ্কটেশ আইয়ারকে ওপেন করানো উচিত।''
ওপেন করতে নামলে পাওয়ারপ্লের সুযোগ নিতে পারবেন ভেঙ্কটেশ আইয়ার। বোলারের গতির সদ্ব্যবহার করতে পারবেন নাইটদের বাঁ হাতি তারকা ক্রিকেটার। কুম্বলে বলছেন, ''পাওয়ারপ্লের ৬ ওভার কাজে লাগাতে পারবে। ওর সহজাত খেলা খেলতে পারবে। অতীতেও সহজাত খেলা খেলেই ভেঙ্কটেশ আইয়ার কেকেআরকে প্লে অফে তুলেছিল।''
পুরনো ভেঙ্কটেশ আইয়ারকে যাতে ফেরত পায় কেকেআর, সেই পরামর্শ দিলেন কুম্বলে।
