মুক্তি পাওয়ার পর থেকেই রীতিমত চমক দেখাচ্ছে 'ধুরন্ধর'। কিছুতেই যেন শ্লথ হচ্ছে না ছবির বিজয়রথ। একের পর এক রেকর্ড ভেঙে, নতুন রেকর্ড গড়ছে রণবীর সিং, সারা অর্জুনের এই ছবি। ২০২৫ সালের সবথেকে বেশি আয় করা ছবির খেতাব ইতিমধ্যেই পকেটস্থ করেছে 'ধুরন্ধর', এবার ১০০০ কোটির ক্লাবে প্রবেশ করল এটি। যে ছবির হাত ধরে বলিউডে অভিষেক হল নায়িকা হিসেবে, তার এত বড় সাফল্যে আনন্দ ধরে রাখতে পারেননি সারা। উচ্ছ্বাস প্রকাশ করে কী জানালেন? 

'ধুরন্ধর' ছবিটি ১০০০ কোটির ক্লাবে প্রবেশ করতেই ধন্যবাদ জানিয়ে একটি আবেগঘন পোস্ট করেছেন। সেখানেই তিনি জানিয়েছেন ছবির এই সাফল্য তাঁর তাঁদের নয়। তাহলে কাদের? দর্শকদের। 

সারা অর্জুন তাঁর ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, 'ধুরন্ধর-এর সবথেকে বড় শক্তি, দর্শক। বহুদিন ধরে শোনা যাচ্ছিল দর্শকদের নাকি ধৈর্য নেই লম্বা সিনেমা দেখার, বড় গল্প দেখার, অ্যাটেনশন কমেছে। সেই জন্যই সিনেমার প্রতি আগ্রহ হারাচ্ছে মানুষের। কিন্তু আপনারা সবাই সেটা ভুল প্রমাণ করেছেন। আপনারা সবাইকে বুঝিয়েছেন দর্শকদের ক্ষমতা কতটা, আর তাঁরা সকলে একসঙ্গে এলে কী হতে পারে।'

সারা তাঁর পোস্টে এদিন আরও লেখেন, 'ধুরন্ধর -এর এই সফর আপনাদের জন্যই। প্রতিটি ভালবাসা, প্রতিটি মুহূর্তে আপনারা যেভাবে পাশে থেকেছেন, ছবিটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছেন তার জন্য আপনাদের ধন্যবাদ জানানোর ভাষা নেই আমার কাছে। শিল্পী এবং নির্মাতা হিসেবে ছবিটি বানানোর ক্ষেত্রে আমাদের অধিকার, নিয়ন্ত্রণ থাকলেও, দর্শকদের উপর কোনও নিয়ন্ত্রণ থাকে না। আর সেটাই বোধহয় সবথেকে সুন্দর বিষয়। আমরা আমাদের সেরাটা দিয়ে দেওয়ার পর বিশ্বাস করি কোথাও, কেউ এটার সঙ্গে নিজেদের মেলাতে পারবেন। আর সত্যিই সেটা যখন হয় সেটা পৃথিবীর সবথেকে সুন্দর অনুভূতি।' 

কেরিয়ারের শুরুতেই এত উৎসাহ, ভালবাস পেয়ে তিনি আপ্লুত বলে জানিয়েছেন। এরপরই 'ধুরন্ধর' ছবির সাফল্যের কৃতিত্ব তিনি দর্শকদের দেন। লেখেন, 'দিন শেষে, অভিনয় একটি পারফরমেটিভ শিল্প। আমরা যা করি সেটা করি যাতে কোথাও কেউ বিশ্বাস করেন যে সেটাই সত্যি। আপনাদের কাছ গল্পটা পৌঁছতে পেরেছি, আপনাদের ছবিটা ভাল লেগেছে সেটাই জয়। আর এর কৃতিত্ব আমি নেব না। এর কৃতিত্ব নির্মাতাদের, দর্শকদের। আমি কৃতজ্ঞ এই ছবির অংশ হতে পেরে।' 

প্রসঙ্গত বক্স অফিসে 'ধুরন্ধর' ছবিটি ১০০০ কোটির গণ্ডি টপকে গিয়েছে। গত ৫ ডিসেম্বর মুক্তি পাওয়া এই ছবিটির পরিচালনা করেছেন আদিত্য ধর। গল্পে উঠে এসেছে এমন এক ভারতীয় গুপ্তচরের কথা যিনি পাকিস্তানে দীর্ঘদিন থেকে সেখানকার খবর এদেশে পাঠাতে। ছবিতে মুখ্য ভূমিকায় রণবীর সিং এবং সারা অর্জুনকে দেখা গিয়েছে। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, প্রমুখ।