শনিদেব ন্যায় এবং কর্মের দেবতা। যেমন কর্ম করবেন, তেমন ফল ভোগ করবেন। অন্যদিকে মায়াবী তথা ছায়া গ্রহ হল রাহু। দুই গ্রহই নির্দিষ্ট সময় অন্তর স্থান বদল করে। আর কখনও তারা একে অন্যের সঙ্গে এমন জুটি বাঁধে যে আখেরে সেটার সুফল ভোগ করে কিছু রাশি। এই যেমন ২০২৬ সালে এই দুই গ্রহ যৌথ ভাবে মালামাল করবে কিছু রাশির জাতকদের। ছবি - সংগৃহীত
2
8
শনি মীন রাশিতে গোচর করছে। অন্যদিকে কুম্ভ রাশিতে গোচর করবে রাহু। ডিসেম্বর পর্যন্ত সেখানেই থাকবে। এর কারণে দারুণ লাভবান হবে কিছু রাশি, আবার কিছুজনের টেনশন, সমস্যা বাড়বে। কিন্তু এই প্রতিবেদন থেকে জেনে নিন কাদের সৌভাগ্য ফিরছে রাহু, শনির আশীর্বাদে। ছবি - সংগৃহীত
3
8
বৃষ: ব্যবসায়ে বিপুল লাভ হবে। হুহু করে বাড়বে ব্যবসা। যাঁরা নতুন ব্যবসা শুরু করার কথা ভাবছেন, তাঁরাও এই সময় সফল হবেন। পৈতৃক সম্পত্তি থেকে ভাগ পেতে পারেন। যাঁরা চাকুরিজীবী তাঁদের আয় বাড়বে। ফলে সব মিলিয়েই এই রাশির জাতকদের আর্থিক অবস্থা বেশ ভাল হবে। ছবি - সংগৃহীত
4
8
দেশ, বিদেশে বেড়াতে যাবেন। স্বাস্থ্য ভাল যাবে। দীর্ঘদিন ধরে কোনও রোগে ভুগে থাকলে সেটার প্রকোপ কমবে। সুস্থ হয়ে উঠবেন। ছবি - সংগৃহীত
5
8
তুলা: চাকরিজীবীরা কর্মক্ষেত্রে কাজের জন্য প্রশংসা পাবেন। সহকর্মী এবং বসের সাহায্য পাবেন। নতুন দায়িত্ব পেতে পারেন। মানসিক চাপ কমবে। যাঁরা চাকরি বদলাতে চাইছেন বা নতুন চাকরির খোঁজ করছেন তাঁদের সেই চেষ্টা সফল হবে। ছবি - সংগৃহীত
6
8
হঠাৎ ধনপ্রাপ্তি হবে। সঞ্চয় বাড়বে। ব্যবসা, মিডিয়ার সঙ্গে যাঁরা যুক্ত এই সময়টা তাঁদের জন্য বেশ ভাল কাটবে। উন্নতি করবেন কেরিয়ারে। তবে স্বাস্থ্যের দিকে একটু নজর দেওয়া আবশ্যক। ছবি - সংগৃহীত
7
8
মকর: যাঁরা পড়াশোনা করছেন তাঁদের জন্য এই সময়টা বিশেষ ভাল যাবে। পরীক্ষায় ভাল ফল করবেন। কনফিডেন্স বাড়বে। বৈবাহিক জীবনে ভরপুর রোম্যান্স থাকবে। সঙ্গীর থেকে সারপ্রাইজ পেতে পারেন। যাঁরা সিঙ্গল তাঁদের হয় বিয়ের কথা পাকা হবে, নইলে নতুন সম্পর্কে জড়াতে পারেন। ছবি - সংগৃহীত
8
8
পার্টনারশিপে কোনও ব্যবসা করলে প্রফিট ভাল হবে। কারও থেকে টাকা পাওয়ার কথা থাকলেও এতদিন যদি সেটা না পেয়ে থাকেন এক সময় সেটা পাবেন। কোনও আইনি জটিলতায় জড়িয়ে থাকলে সেই জট কাটবে এবং রায় আপনার পক্ষে আসবে। ছবি - সংগৃহীত