ভেনেজুয়েলার প্রসঙ্গ টেনে, কংগ্রেস নেতা প্রশ্ন করেছেন, এবার কি ট্রাম্প অপহরণ করতে পারেন ভারতের প্রধানমন্ত্রীকে। হাত শিবিরের নেতার প্রশ্নে হইচই। জবাব দিল গেরুয়া শিবিরও।
2
6
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে অপহরণ করেছে মার্কিন সেনা। সোমবার, সস্ত্রীক মাদুরোকে মার্কিন আদালতের সামনেও হাজির করা হয়। যখন বিশ্ব রাজনীতিতে মার্কিন মুলুকের সিদ্ধান্ত নিয়ে তুমুল হইচই, ঠিক তখনই দেশের কংগ্রেস নেতা প্রশ্ন তুলেছেন, 'ট্রাম্প কি আমাদের প্রধানমন্ত্রীকে অপহরণ করবেন?'
3
6
কে করেছেন এই প্রশ্ন? কংগ্রেসের বর্ষীয়ান পৃথ্বীরাজ চহ্বান আচমাক এই প্রশ্ন করে বসেন। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, ভারতীয় পণ্যের উপর মার্কিন শুল্ক আরোপের বিষয়ে মন্তব্য করার সময় ভেনেজুয়েলার কথা উল্লেখ করে, এই মন্তব্য করেন।
4
6
ভেনেজুয়েলায় মার্কিন সামরিক পদক্ষেপের ফলে রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারের কথা উল্লেখ করে, পৃথ্বীরাজ চহ্বান প্রশ্ন তোলেন যে, ভারতের উপর কি কখনও একই ধরণের জবরদস্তিমূলক চাপ প্রয়োগ করা যেতে পারে?
5
6
তিনি বলেন, 'প্রশ্ন হলো: এরপর কী হবে? ভেনেজুয়েলায় যা ঘটেছিল, ভারতেও কি তেমন কিছু ঘটবে? মি. ট্রাম্প কি আমাদের প্রধানমন্ত্রীকে অপহরণ করবেন?'
6
6
এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে বিজেপির তরফে। কংগ্রেস ভারতের সার্বভৌমত্বকে ক্ষুণ্ন করার অভিযোগ তুলেছে গেরুয়া শিবির।