আজকাল ওয়েবডেস্ক: কোপা দেল রে-র ফাইনালে মুখোমুখি বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ।
সেই ফাইনালের আগে প্রথম একাদশের একাধিক ফুটবলারকে বিশ্রাম দেওয়া হয়েছিল। তবুও জিততে সমস্যা হয়নি রিয়াল মাদ্রিদের। তুরস্কের আর্দা গুলারের গোলে রিয়াল হারাল গেতাফেকে। লা লিগায় বার্সা ও রিয়ালের পয়েন্টের ব্যবধান এখন চার।
গেতাফের বিরুদ্ধে রিয়াল জেতায় ৩৩ ম্যাচে ২২টি জয় ও ৬টি ড্রয়ে ৭২ পয়েন্ট রিয়ালের। সম সংখ্যক ম্যাচ খেলে বার্সেলোনা ৭৬ পয়েন্ট নিয়ে সবার উপরে।
কোপা দেল রে-র ফাইনাল ২৭ এপ্রিল। সেভিয়ায় মুখোমুখি দুই দল।
১১ মে লিগের ফিরতি এল ক্লাসিকো হবে ন্যু ক্যাম্পে। ওই ম্যাচটিই লা লিগার চ্যাম্পিয়ন স্থির করবে বলে মনে করা হচ্ছে।
গেতাফের বিরুদ্ধে দলে ছ'টি পরিবর্তন আনেন রিয়াল কোচ অ্যানচেলোত্তি। দুই তরুণ গুলার ও ও এন্দ্রিককে প্রথম একাদশে রাখা হয়েছিল।
২১ মিনিটে গুলারের গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। তার পরে রিয়াল আরও সুযোগ তৈরি করেছিল। ৩২ মিনিটেই ব্যবধান দ্বিগুণ করার সুযোগ এসেছিল। গোললাইন সেভ করেন গেতাফের ডিফেন্ডার।
৫৮ মিনিটে সমতায় ফেরানোর সুযোগ এসেছিল গেতাফের সামনে। এরপর আরও সুযোগ তৈরি হয়, আবার সুযোগ নষ্টও হয়। সবার চোখ এবার কোপা দেল রে ফাইনালে।
