আজকাল ওয়েবডেস্ক: এর আগে টেস্টে কোনও সময়েই ১৬২ রানের বেশি তাড়া করে জিততে পারেনি জিম্বাবোয়ে। 

বাংলাদেশের বিরুদ্ধে ১৭৪ রান তাড়া করে নতুন রেকর্ড গড়ল জিম্বাবোয়ে। বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়ে সিরিজে ১-০-এ এগিয়ে গেল জিম্বাবোয়ে। ৪ বছর পর টেস্টে জিতল তারা। বাংলাদেশের বিরুদ্ধে সাত  বছর পর টেস্ট জিতল জিম্বাবোয়ে। 

প্রথম ইনিংসে ১৯১ রানে অল আউট হয়ে যায়  বাংলাদেশ। জিম্বাবোয়ে প্রথম ইনিংসে করে ২৭৩ রান। ৮২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। ২৫৫ রানে শেষ হয়ে যায় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। ৭ উইকেট হারিয়ে ম্যাচ জেতে জিম্বাবোয়ে।

১৭৪ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুটা দারুণ করেন দুই ওপেনার ব্রায়ান বেনেট ও বেন কারেন। ওপেনিং জুটিতে ৯৫ রান করে জিম্বাবোয়ে। 

বেনেট করেন ৫৪ রান। বেন কারেন করেন ৪৪। রান তাড়া করতে নেমে দুই ওপেনার ছাড়া আর কেউই সেভাবে রান পাননি। 

এর মধ্যেই মাসাকাদজাকে বোল্ড করে বাংলাদেশের জয়ের সম্ভাবনা জাগিয়েছিলেন মিরাজ। কিন্তু এনগারাভা-ওয়েসলি মাদেভারে জুটি জিম্বাবোয়েকে ম্যাচ জেতান।