সংবাদ সংস্থা মুম্বই: পহালগাওঁয়ে পর্যটকদের উপর জঙ্গিদের হত্যালীলার প্রাণ হারিয়েছেন ২৬ জন, আহত হয়েছেন ১৭ জন। তাঁদের মধ্যে একজন বাদে বাকিরা পর্যটক। জাতীয় স্তরের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, হামলার দায়স্বীকার করেছে পাক জঙ্গিগোষ্ঠী লশকর-ই-ত্যায়বার ছায়া সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ)। হামলার পর থেকেই ক্ষোভে ফুঁসছে দেশবাসী। ওই হামলাকে কাপুরুষোচিত বলে ব্যাখ্যা করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ।

 

এই অমানবিক ঘটনার পর থেকেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দেশের একাধিক তারকারা। বিজয় দেবরাকোন্ডা, জুনিয়র এনটিআর ও আল্লু অর্জুন এই অমানবিক ঘটনার তীব্র নিন্দা করে শোকপ্রকাশ করেছেন নিহতদের পরিবারের প্রতি।

 

বিজয় দেবরাকোন্ডা লিখেছেন, “দু’বছর আগে এই পাহালগামে আমার জন্মদিন কাটিয়েছিলাম শুটিংয়ের ফাঁকে, হাসি-আনন্দে, আমার কাশ্মীরি বন্ধুদের সঙ্গে, যারা আমাদের অসীম ভালবাসা দিয়েছিল... যত্নআত্তি করেছিলেন, আজ সেই পহালগাওঁয়ে রক্ত ঝরল। ভয়াবহ, মর্মান্তিক।”

 

তিনি আরও যোগ করেন, “…যারা নিরস্ত্র পর্যটকদের উপর গুলি চালায়, তারা কাপুরুষ, লজ্জাজনক, অস্ত্রের আড়ালে লুকিয়ে থাকা নির্বোধ জঙ্গি মাত্র। আমরা ভুক্তভোগীদের পাশে আছি। কাশ্মীরের পাশে আছি। আর এই কাপুরুষদের খুঁজে বার করে সাফ করা হোক—অতি দ্রুত। ভারত কখনও সন্ত্রাসের কাছে মাথা নত করবে না।”

 

?ref_src=twsrc%5Etfw">April 23, 2025

 


পহেগাঁওয়ের হত্যালীলার পর থেকে দফায় দফায় বৈঠক শুরু হয়েছে দিল্লিতে। প্রধানমন্ত্রী মোদী সৌদি থেকে ফিরেই ডোভাল এবং জয়শঙ্করের সঙ্গে একটি বৈঠক সেরে নিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথও একটি পৃথক বৈঠক করেছেন ডোভালের সঙ্গে।