আজকাল ওয়েবডেস্ক: বাজারে ঘুরছে প্রচুর নকল ৫০০ টাকার নোট। এগুলিকে চেনা খুব কঠিন। তবে কয়েকটি নিয়ম মানলেই সহজে চেনা যাবে আসল বা নকল ৫০০ টাকার নোট।


মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স নকল ৫০০ টাকার নোট নিয়ে চিন্তিত। এগুলি এমনভাবে তৈরি করা হয়েছে সহজে ধরা যাবে না। এমনকি বিশেষজ্ঞরাও এই নকল ৫০০ টাকার নোটকে চিনতে পারবেন না।


তবে কয়েকটি নিয়ম মানলেই সহজে আপনি চিনতে পারবেন কোন টাকাটি আসল আবার কোনটি নকল। সবার আগে দেখে নিন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার লেখাটি। সেখানে ‘ই’ এর পরিবর্তে ‘এ’ লেখা রয়েছে। এটি একটি অতি সহজ দিক যেখান থেকে আপনি নকল ৫০০ টাকা চিনতে পারবেন।


কয়েক বছর আগেই বাজারে নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট নিয়ে এসেছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আগে পাওয়া যেত ১০০০ টাকার নোটও। কিন্তু, বর্তমানে ১ হাজার এবং ২ হাজার এই দুটি নোটেরই ব্যবহার বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যঙ্কটি। বাজার থেকে ধীরে ধীরে সমস্ত ২ হাজার টাকার নোট তুলে নেওয়া হয়েছে। ফলে, বর্তমানে ভারতীয় মুদ্রায় সবচেয়ে বড় নোটটি ৫০০ টাকার। কিন্তু, সম্প্রতি এই ৫০০ টাকার নোট ঘিরেই তৈরি হয়েছে উদ্বেগ। বাজারে আগমন ঘটেছে নতুন ৫০০ টাকার জাল নোটের। সম্প্রতি এই বিষয়ে নাগরিকদের সতর্ক করেছে কেন্দ্রীয় সরকার।


আপনার কাছেও কী একটি ৫০০ টাকার নোট রয়েছে? তাহলে এই ৫০০ টাকার নোট নিয়ে সাবধান থাকুন। কারণ, বাজারে ছড়িয়ে পড়ছে ৫০০ টাকার জাল নোট। সম্প্রতি দেশের স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে এই পরামর্শ দেওয়া হয়েছে। ৫০০ টাকার নোটের বিবরণ ভালো করে খতিয়ে দেখে নেওয়ার পরামর্শ দিচ্ছে কেন্দ্রীয় সরকারের এই মন্ত্রকটি। বাজারে দ্রুত ছড়িয়ে পড়তে থাকা এই জাল নোটের প্রচলন সম্পর্কে একটি ‘অতি গুরুত্বপূর্ণ’ সতর্কতা জারি করেছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রক। তাই আগে থেকেই দেখে নিন এই নিয়মটি। তাহলেই হবে সমাধান।