আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের শুরুটা ভাল হয়নি গ্লেন ম্যাক্সওয়েলের। মেগা নিলামে ৪.২ কোটিতে অস্ট্রেলিয়ার অলরাউন্ডারকে কেনে পাঞ্জাব কিংস। কিন্তু ছয় ম্যাচে মাত্র ৪১ রান করেছেন। গড় ৮.২০। বল হাতে কিঞ্চিৎ ভাল। চার উইকেট তুলে নেন। তবে ম্যাক্সওয়েলের পারফরম্যান্স নিয়ে খুশি নন চেতেশ্বর পূজারা। তারকা অলরাউন্ডারকে আরও পরিশ্রম করার পরামর্শ দেন। সরাসরি ম্যাক্সওয়েলকে ওয়েক আপ কল দিলেন। পাশাপাশি জানান, তাঁর জায়গায় অন্য কোনও প্লেয়ার হলে, এতদিনে দল থেকে বাদ পড়ে যেত।
পূজারা বলেন, 'ওর ব্যাট করার ধরন বিশেষ বদলায়নি। আইপিএলেও একই মনোভাব ধরে রেখেছে। তবে বেশ কয়েকবার ওকে অত্যধিক ক্যাজুয়াল দেখিয়েছে। তবে আট-দশ বছর আগে যা ছিল, তাই আছে। কিন্তু প্লেয়ার হিসেবে অনেক সময় জেগে উঠতে হয়।' আইপিএলে বরাবরই ম্যাক্সওয়েলের ধারাবাহিকতার অভাব রয়েছে। যদিও পাঞ্জাব এবং বেঙ্গালুরুর হয়ে কয়েকটা দুর্দান্ত ইনিংস খেলেছেন। তবে ধারাবাহিকতার অভাবের কারণে বেশ কয়েকবার চর্চার এসেছেন। প্রাক্তন ভারতীয় তারকা মনে করেন, তারকা ক্রিকেটারের ক্যাজুয়াল মনোভাবের জন্যই এই সমস্যায় ভুগতে হচ্ছে। এই প্রসঙ্গে পূজারা বলেন, 'কখনও প্লেয়াররা অতিরিক্ত ক্যাজুয়াল হয়ে যায়। কী হচ্ছে সেই নিয়ে ভাবতে চায় না। আমি নিশ্চিত, ও ভাল খেলতে চায়। ওকে জেগে উঠতে হবে। ভারসাম্য খুঁজে বের করতে হবে। অন্য কোনও প্লেয়ার হলে এতদিনে দল থেকে বাদ পড়ত। ও ম্যাক্সওয়েল বলে সুযোগ পাচ্ছে।' এদিন বৃষ্টির জন্য বেঙ্গালুরুর সঙ্গে পাঞ্জাবের ম্যাচ দেরিতে শুরু হয়।
