নিজস্ব সংবাদদাতা: দর্শকের চোখে ধারাবাহিকের পছন্দের জুটি হিসাবে নজির গড়েছেন অনেক তারকাই। তাঁদের মধ্যে অন্যতম প্রতীক সেন ও সোনামণি সাহার জুটি। অর্থাৎ দর্শকের চোখে সেরার সেরা 'শঙ্খ-মোহর' জুটি। যদিও 'মোহর' ধারাবাহিক শেষ হয়েছে কয়েক বছর আগে। তবুও সিরিয়াল প্রেমীদের মনে আজও জায়গা করে আগে এই জুটি।
ধারাবাহিক চলাকালীন টলিপাড়ায় গুঞ্জন ছিল প্রতীক-সোনামণির প্রেম নিয়ে। শোনা গিয়েছিল, সোনামণি এবং প্রতীকের মধ্যে প্রেমের সম্পর্ক থাকলেও মাঝে দূরত্ব তৈরি হয়। তারপর দু'জনেই ব্যস্ত হয়ে পড়েন ভিন্ন ধারাবাহিকে।
কিন্তু কিছুদিন আগে ফের একসঙ্গে নজর কাড়েন তাঁরা। বসন্ত উৎসবের রঙে একে অপরকে রাঙিয়ে দেন। একসঙ্গে সময় কাটাতেও দেখা যায় তাঁদের। সেখানে থেকেই ফের তাঁদের প্রেমের চর্চা শুরু হয় নেটপাড়ায়। দু'জনকে একসঙ্গে পর্দায় দেখার দাবি জানান নেটিজেনরা। এবার সেই ইচ্ছা পূরণ হল। ফের একসঙ্গে পর্দায় জুটি বাঁধছেন প্রতীক-সোনামণি। তবে নতুন ধারাবাহিকে নয়। স্টার জলসার পর্দায় পুণরায় সম্প্রচারিত হচ্ছে 'মোহর'। আবারও টেলিভিশনের পর্দায় ফুটে উঠবে 'শঙ্খ-মোহর' জুটির মিষ্টি প্রেম।
প্রসঙ্গত, স্টার জলসার 'শুভ বিবাহ'-এ 'সুধা'র চরিত্রে নজর কাড়ছেন সোনামণি। অন্যদিকে,'উড়ান'-এর 'মহারাজ' হয়ে দর্শকের ভালবাসা কুড়িয়েছিলেন প্রতীক। তবে শেষ হয়েছে 'উড়ান'-এর পথ চলা। এবার 'শঙ্খ-মোহর' জুটিকে আরও একবার পর্দায় দেখে দারুণ খুশি অনুরাগীরা।
