আজকাল ওয়েবডেস্ক: ছয় ম্যাচের মধ্যে পাঁচ হার। ঘরের মাঠে টানা তিন। আইপিএলের ইতিহাসে যা প্রথম। তারমধ্যে চিপকে সর্বনিম্ন স্কোর। ২০ ওভারের শেষে ৯ উইকেট হারিয়ে ১০৩ রান তোলে চেন্নাই সুপার কিংস। যা মাত্র ১০.১ ওভারে ৮ উইকেট হাতে নিয়ে পেরিয়ে যায় কেকেআর। হঠাৎ কেন এত অধঃপতন পাঁচবারের চ্যাম্পিয়নদের? অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্ক মনে করেন, চেন্নাইয়ের আত্মবিশ্বাস তলানিতে গিয়ে ঠেকেছে। তাছাড়াও আইপিএলের প্রথম পর্যায়ে তাঁদের মধ্যে সেই ঝাঁঝ নেই। ক্লার্ক বলেন, 'উইকেট ব্যাট করার জন্য উপযুক্ত ছিল না। নতুন বলে মুভমেন্টের পাশাপাশি ট্র্যাক স্পিন সহায়ক ছিল। আমার মনে হয়, চেন্নাইয়ের পরিকল্পনায় ভুল ছিল। ওদের খেলা দেখে বোঝা গিয়েছে, দলটার মধ্যে আত্মবিশ্বাসের অভাব রয়েছে। পাশাপাশি লক্ষ্যহীন খেলা। কোনও উদ্দেশ্য ছিল না।' 

ছয় ম্যাচের শেষে মাত্র ২ পয়েন্ট নিয়ে টেবিলের ন'নম্বরে চেন্নাই সুপার কিংস। প্রাক্তন অজি তারকা মনে করেন, ধোনিদের রক্ষণশীল মনোভাব পতনের অন্যতম কারণ। এই প্রসঙ্গে ক্লার্ক বলেন, 'এইমুহূর্তে চেন্নাইয়ের পন্থা রক্ষণশীল। জয়ের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছে। বা বড় হার বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। এটা না করে অলআউট ঝাঁপানো উচিত। ঝুঁকি নিয়ে ম্যাচ জেতার চেষ্টা করা উচিত। তবে এই পরির্বতন বলা সহজ, করে দেখানো কঠিন। একটানা জয় পেলে উইনিং ড্রেসিংরুমে যেমন ফিল গুড পরিবেশ ছড়িয়ে পড়ে। ঠিক তেমনই টানা হারলে একটা গুমোট পরিবেশের সৃষ্টি হয়। কখনও এটা থেকে বেরিয়ে আসা কঠিন হয়।' ক্লার্ক স্পষ্ট জানিয়ে দিলেন, এইভাবে চললে চেন্নাইয়ের পক্ষে প্রত্যাবর্তন করা সম্ভব নয়।