নিজস্ব সংবাদদাতা: 'স্ত্রী'র 'জনা'কে এখন প্রায় একডাকেই চেনেন হিন্দি ছবিপ্রমী দর্শক। 'বেদা'তেও প্রধান খলনায়ক হিসাবে নজর কেড়েছেন তিনি। তিনি, অভিষেক বন্দ্যোপাধ্যায়। 'পাতাললোক' ওয়েব সিরিজে 'হাতোড়া ত্যাগী' চরিত্রে যাঁর অভিনয় এখনও স্পষ্ট দর্শকমনে।
বলিউডে এখন পরিচিত মুখ বাঙালি ছেলে অভিষেক। খড়গপুরে বড় হয়ে ওঠা তাঁর। দু'চোখে অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে তিনি এগিয়ে গিয়েছেন লক্ষ্যের দিকে। হিন্দি ছবি এবং সিরিজের জগতে ব্যপক জনপ্রিয়তা পেলেও এখনও পর্যন্ত বাংলায় কাজ করেননি অভিষেক।
তবে এবার সেই কাজটিও সম্পন্ন করতে চলেছেন অভিনেতা। সূত্রের খবর, টলিউডের ছবিতে প্রথমবার দেখা যাবে তাঁকে। পরিচালক সুমন ঘোষের আগামী ছবিতে দেখা যেতে চলেছে অভিষেককে। পরিচালকের 'পুরাতন' মুক্তি পাচ্ছে ১১ এপ্রিল। এর মাঝেই এল নতুন ছবির খবর। জানা যাচ্ছে, এবারের গল্পে তিনি আরও একবার ফুটিয়ে তুলবেন সম্পর্কের সমীকরণ।
সূত্রের খবর, চলতি বছর দুর্গাপুজোর সময় কলকাতায় আসবেন অভিষেক। সেই সময় ছবি নিয়ে আলোচনাও হবে। শুটিংও শুরু হতে পারে বলে খবর। প্রথমবার বাংলা ছবিতে অভিষেকের জাদু বাঙালি দর্শকের নজর কাড়বে, তা বলাই বাহুল্য।
