নিজস্ব সংবাদদাতা: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন টলিউডের অন্যতম সাউন্ড ডিজাইনার অনুপ মুখোপাধ্যায়! মৃত্যুকালে বয়স হয়েছিল ৭০। বেশ কিছুদিন ধরেই ঠাণ্ডা লেগেছিল, ফুসফুসের সংক্রমণে কষ্ট পাচ্ছিলেন। সেই কারণেই রিহার্সাল, কাজ থেকে কয়েকদিনের বিরতি নিয়েছিলেন। চিকিৎসকের সঙ্গে পরামর্শ করেছিলেন। কিন্তু শেষ রক্ষা হল না আর। ২২ শে ডিসেম্বর, ২০২৩, ভোরবেলায় ইছাপুরের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
সূত্রের খবর, কয়েকদিন আগেই নিউমোনিয়া হয়েছিল শিল্পীর। তারপর থেকে, সাবধানেই থাকছিলেন। সুস্থ হয়ে উঠেছিলেন। হঠাৎ ঠান্ডা লাগে তাঁর। সেই জন্যেই গল্ফগ্রিনের স্টুডিও ছেড়ে বাড়ি চলে যান। কথা ছিল ফিরে এসে কাজে হাত দেবেন। পরিচালক সন্দীপ রায়ের "নয়ন রহস্য" ছবিতে শেষ মুহূর্তের কাজ করছিলেন। অসমাপ্ত রয়ে গেল তাঁর অনেক কাজ। একাধিক কাজের জন্য ৪টি জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি।
শিল্পীর প্রয়াণে শোকস্তব্ধ তাঁর পরিবার। স্ত্রী, দুই সন্তান। মেয়ে বিয়ের পরে প্রবাসে। ছেলে কর্মসূত্রে অসমে। এছাড়াও, যৌথ পরিবারে রয়েছে তাঁর ভাই ও আরও অনেকে।
সূত্রের খবর, কয়েকদিন আগেই নিউমোনিয়া হয়েছিল শিল্পীর। তারপর থেকে, সাবধানেই থাকছিলেন। সুস্থ হয়ে উঠেছিলেন। হঠাৎ ঠান্ডা লাগে তাঁর। সেই জন্যেই গল্ফগ্রিনের স্টুডিও ছেড়ে বাড়ি চলে যান। কথা ছিল ফিরে এসে কাজে হাত দেবেন। পরিচালক সন্দীপ রায়ের "নয়ন রহস্য" ছবিতে শেষ মুহূর্তের কাজ করছিলেন। অসমাপ্ত রয়ে গেল তাঁর অনেক কাজ। একাধিক কাজের জন্য ৪টি জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি।
শিল্পীর প্রয়াণে শোকস্তব্ধ তাঁর পরিবার। স্ত্রী, দুই সন্তান। মেয়ে বিয়ের পরে প্রবাসে। ছেলে কর্মসূত্রে অসমে। এছাড়াও, যৌথ পরিবারে রয়েছে তাঁর ভাই ও আরও অনেকে।
