২৭ ডিসেম্বর বলিউডের ভাইজানের বার্থডে! এই বছর খাতায় কলমে 'প্রবীণ নাগরিক' হলেন সলমন খান। যদিও সেসবই কাগুজে হিসেবপত্র, পর্দায় বলুন বা বাস্তব, এমনকী ফ্যানেদের কাছে তিনি এখনও 'হট ফর্টি'! ৬০ বছরের জন্মদিনের শুরুটা এদিন সলমন খান তাঁর অনুরাগীদের সঙ্গেই শুরু করলেন। বাদ গেলেন না ছবি শিকারিরা।
২৬ ডিসেম্বরের মধ্যরাতে পানভেলের ফার্মহাউজে নিকট আত্মীয় এবং পরিবারের সঙ্গে জন্মদিন উদ্যাপন করেন সলমন খান। লরেন্স বিষ্ণোই বারংবার তাঁকে হত্যার চেষ্টা করার কারণে মুম্বইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট এবং পানভেলের খামারবাড়িতে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে তাঁর জন্মদিনের আগে। এবং গুটিকয় অতিথি ও আত্মীয়দের সঙ্গেই এই বিশেষ দিনটি কাটান তিনি। তাঁর বার্থডে পার্টিতে মহেন্দ্র সিং ধোনি সহ আয়ুশ শর্মা, প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া মা সালমা খান, বাবা সেলিম খান, বোন অর্পিতারাও এসেছিলেন ভাইজানের জন্মদিনে।
তবে যতই প্রাণনাশের হুমকি, ভয় থাকুক, জন্মদিনের দিন ভাইজান তাঁর অনুরাগীদের সঙ্গে দেখা করবেন না, এ তো সম্ভবই নয়! তিনি সময় বের করে বাইরে আসেন। বাড়ির বাইরে জড়ো হয়ে থাকা অনুরাগী এবং চিত্রসাংবাদিকদের সঙ্গে দেখা করেন। হাত নাড়েন, কথা বলেন।
পাপারাজ্জিদের সঙ্গে এদিন সলমন খান কেক কাটেন। কথা বলেন। তোলেন ছবিও। তাঁর জন্মদিনের যে ভিডিও প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে সলমন খা একটি রেড ভেলভেট কেক কাটছেন। তাঁকে ঘিরে দাঁড়িয়ে বার্থডে সং গাইছেন চিত্রসাংবাদিকরা।
এদিন সলমন খানকে একটি কালো টিশার্ট এবং জিন্সে দেখা যায়। একদম ক্লিক শেভড লুকেই দেখা যায় তাঁকে। তিনি কেক কেটে কিছু পাপারাজ্জিকে খাইয়ে দেন। তারপর চলে ফটো সেশন। এক মহিলাকে জড়িয়ে ধরতেও দেখা যায় তাঁকে।
প্রসঙ্গত, সলমন খানকে শেষবার 'সিকান্দর' ছবিতে দেখা গিয়েছিল। কিন্তু বক্স অফিসে প্রত্যাশিত সাড়া পায়নি সেই ছবি। এমনকী যত টাকা খরচ করে বানানো হয়েছিল, সেটাও টপকায়নি ছবির আয়। আগামীতে সলমন খানকে 'ব্যাটেল অফ গালওয়ান' ছবিতে দেখা যাবে। অপূর্বা লাখিয়া ছবিটির পরিচালনা করেছেন। ২০২০ সালে গালওয়ান উপত্যকায় ভারত এবং চিনের মধ্যে হওয়া সংঘর্ষের উপর এই ছবিটি নির্মিত হয়েছে। ২০২০ সালের ১৬ জুন হওয়া এই সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা মারা যান। সেই ভয়াবহ ঘটনাকেই এবার বড়পর্দায় তুলে আনবেন সলমন খান। আগামী বছর মুক্তি পাবে ছবিটি।
