বছর শেষ হওয়ার আগে স্থান বদলাচ্ছে বুধ গ্রহ। জ্যোতিষশাস্ত্রে এই গ্রহের স্থান বদলকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। শুধু তাই নয়, বুধ গ্রহের কারণেই বছরের একদম অন্তিম লগ্নে ভাগ্যের হাল ফিরতে চলেছে কিছু রাশির। তাঁরা পৌঁছবেন সাফল্যের চূড়ায়। ছবি- সংগৃহীত
2
8
আগামী ২৯ ডিসেম্বর বুধ ধনু রাশিতে প্রবেশ করবে, সেখানে আগে থেকেই অবস্থান করে আছে মঙ্গল, শুক্র এবং সূর্য। এর ফলে একত্রে তৈরি হবে বুধাদিত্য এবং লক্ষ্মী নারায়ণ যোগ। অন্যদিকে ৩০ ডিসেম্বর বুধ এবং যমের বিশেষ কোনাকুনি অবস্থানের কারণে তৈরি হবে দশাঙ্ক যোগ। এর কারণে লাভবান হবেন কিছু নির্দিষ্ট রাশির জাতকেরা। ছবি- সংগৃহীত
3
8
মিথুন: এই রাশির অধিপতি হলেন খোদ বুধ গ্রহ, যার ফলে দশাঙ্ক যোগ এই রাশির জাতকদের জন্য শুভ ফলদায়ক হবে। বিচার বুদ্ধি বাড়বে। কেরিয়ারে তরতরিয়ে উন্নতি করবেন। যাঁরা মিডিয়া, লেখালিখি, মার্কেটিং, শিক্ষার সঙ্গে যুক্ত, তাঁদের জন্য সময়টা ভাল কাটবে। পদোন্নতির সুযোগ আসবে। ছবি- সংগৃহীত
4
8
হঠাৎ ধনপ্রাপ্তি হতে পারে এই সময় মিথুন রাশির জাতকদের। চাকরিজীবীদের যেমন দশাঙ্ক যোগের কারণে পদোন্নতি হতে পারে, তেমনই আয় বাড়বে। এমনকী নতুন কোনও চাকরির ভাল অফার পেতে পারেন। বিদেশের থেকে কোনও কাজের সুযোগ পেতে পারেন। ছবি- সংগৃহীত
5
8
ধনু: বছরের শেষটা এই রাশির জাতকদের জন্য বিশেষ ভাল কাটবে। এই সময় তাঁরা যে সিদ্ধান্তই নেবেন, তাতেই সাফল্য পাবেন। ফলস্বরূপ কেবল বর্তমান সময়ের কাজেই তার প্রভাব দেখবেন যে সেটাই নয়, গোটা ২০২৬ সাল জুড়েই এর ইতিবাচক ফল ভোগ করবেন। ছবি- সংগৃহীত
6
8
কেরিয়ার হোক বা ব্যবসা, সবেতেই সঠিক সময়, সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। এর ফলে দীর্ঘদিন ধরে ব্যবসার ক্ষেত্রে যে বড় ডিল হতে গিয়েও হচ্ছিল না, সেটা হবে। আপনার ব্যক্তিত্বে আকৃষ্ট হবে অনেকে। সামাজিক ক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি পাবে। পৈতৃক সম্পত্তি থেকে লাভবান হবেন। ছবি- সংগৃহীত
7
8
কুম্ভ: বহুদিন ধরে যে কাজ আটকে আছে, বা হতে গিয়েও হয়নি সেটা সফল হবে। অকারণ খরচ কমবে। আর্থিক অবস্থা স্থিতিশীল হবে। বিনিয়োগের দিকে মন দেবেন। ভাল রিটার্ন পাবেন। ছবি- সংগৃহীত
8
8
যাঁদের কোনও বাইরের দেশের সঙ্গে ব্যবসার কাজ চলে, বা এক্সপোর্ট ইমপোর্টের কাজের সঙ্গে যুক্ত, তাঁরা এই সময় লাভবান হবেন। পুরনো কোনও ধার বাকি থাকলে সেটা শোধ হবে। মানসিক চাপ কমবে। ছবি- সংগৃহীত