বুধবার নতুন করে রেকর্ড তৈরি করল সোনা এবং রুপোর দাম। মার্কিন ফেড রেট এবং মার্কিন ডলারের দুর্বলতার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।
2
9
এমসিএক্স গোল্ড যেখানে ০.৪২ শতাংশ বেড়েছে। সেখানে ১০ গ্রামের নতুন দাম রয়েছে ১ লাখ ৩৮ হাজার ৪৬৯ টাকা।
3
9
অন্যদিকে এমসিএক্স সিলভার বেড়েছে ২ শতাংশ। ফলে সেখানে নতুন দাম হয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪২ টাকা প্রতি কেজিতে।
4
9
এই পরিস্থিতি থেকে এখনই কোনও সমাধান হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ফলে সেখান থেকে বছরের শেষ এবং শুরুতে সোনা-রূপার দাম বাড়বে।
5
9
ভারতের সোনার বাজারে চলতি বছরে দাম বেড়েছে ৮০ শতাংশ। অন্যদিকে রূপার দাম বেড়েছে ১৪৫ শতাংশ। সেখান থেকে সকলেই এখন সোনাকে নিরাপদ বিনিয়োগ হিসেবে দেখছেন।
6
9
বিশেষজ্ঞদের মতে, সোনার দাম আগামীদিনে আরও বাড়বে। অন্যদিকে শিল্পের দিক থেকে দেখতে হলে রুপো সোনাকেও ছাপিয়ে গিয়েছে। এই পরিস্থিতি এখন টানা চলবে।
7
9
বিশ্বের প্রতিটি প্রথম সারির দেশ এই দুই ধাতুকে মজুত করার খেলায় নেমেছে। যার হাতে বেশি সোনা-রূপা রয়েছে সে তত শক্তিশালী। তাই সোনার চাহিদা এখন সকলের থেকে বেশি।
8
9
এতদিন ধরে হলুদ ধাতুর চাহিদা যেখানে ছিল সেখান থেকে এখন অনেকটা বেশি। সাধারণ মানুষ সমস্যা হলেও সোনাকে মজুত করছেন। ২০২৬ সালে সোনার দাম প্রায় ২ লাখ পার করে যেতে পারে বলেও মনে করা হচ্ছে।
9
9
মূল্যবান ধাতু হিসেবে সোনা বরাবরই সকলের নজর কেড়েছে। সেখান থেকে দেখতে হলে ২০২৬ সালে সোনার দাম কোন উচ্চতায় যাবে সেটাই এবার দেখার।