২৭ ডিসেম্বর। সলমন খানের জন্মদিন। ‘সিনিয়র সিটিজেন’ হতে চলেছেন ভাইজান। বিশেষ দিনকে ঘিরে পানভেলের ফার্মহাউসে প্রস্তুতি যখন তুঙ্গে, ঠিক তখনই মুম্বইয়ের বান্দ্রায় তাঁর বাসভবন গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের নিরাপত্তা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। জন্মদিন উপলক্ষে অনাকাঙ্ক্ষিত কোনও পরিস্থিতি এড়াতেই এই বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিওয় দেখা যাচ্ছে, গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। এক পাপারাজ্জির শেয়ার করা ভিডিওতে বান্দ্রার ওই এলাকায় নিরাপত্তা বাহিনীর বাড়তি উপস্থিতি স্পষ্ট। সূত্রের খবর, সলমনের বাড়ির নিরাপত্তা প্রায় দ্বিগুণ করা হয়েছে। স্থানীয় পুলিশ, সশস্ত্র নিরাপত্তারক্ষী এবং নজরদারি টিম একসঙ্গে কাজ করছে।
এছাড়াও বাড়ির আশপাশে ব্যারিকেড বসানো হয়েছে এবং এলাকায় গাড়ি চলাচলের উপর কড়া নজর রাখা হচ্ছে। বিশেষ দিনগুলিতে, যখন ভক্তদের ভিড় ও জনসমাগমের সম্ভাবনা থাকে, তখন এই ধরনের বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া সাধারণ নিয়মেরই অংশ বলে জানিয়েছেন সংশ্লিষ্ট মহল।
প্রতিবারের মতো এই বছরও সলমন খান তাঁর জন্মদিন ঘনিষ্ঠ পরিসরেই উদযাপন করতে চলেছেন। খবর অনুযায়ী, পানভেলের ফার্মহাউসে একটি ব্যক্তিগত পার্টির আয়োজন করা হয়েছে, যেখানে উপস্থিত থাকবেন পরিবারের সদস্য, ঘনিষ্ঠ বন্ধু এবং ইন্ডাস্ট্রির কিছু নির্বাচিত সহকর্মী।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে একটি সূত্র জানিয়েছে, প্রতি বছরের মতোই সলমন পানভেলের ফার্মহাউসে একটি প্রাইভেট পার্টি দেবেন। পরিবার ও কাছের বন্ধুদের পাশাপাশি তিনি যেসব পরিচালকের সঙ্গে কাজ করেছেন, তাঁদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। বড়সড় কোনও ইন্ডাস্ট্রি পার্টির বদলে পুরনো ব্যক্তিগত ও পেশাগত সম্পর্ককেই গুরুত্ব দেওয়া হয়েছে অতিথি তালিকায়।
ইতিমধ্যেই পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছেন সলমন খানের বাবা সেলিম খান এবং তাঁর ভাইপো নির্বান ও আরহান খান। তাঁদের পানভেল ফার্মহাউসে পৌঁছতে দেখা গিয়েছে জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে।
নিজের ৬০তম জন্মদিনকে ভক্তদের জন্য আরও বিশেষ করে তুলতে চলেছেন সলমন। সূত্রের খবর, এই দিনেই তাঁর আসন্ন ছবি ‘ব্যাটল অব গালওয়ান’ নিয়ে বড় কোনও আপডেট শেয়ার করবেন অভিনেতা। জানা যাচ্ছে, ২৭ ডিসেম্বর দুপুর ২টো থেকে ৪টের মধ্যে ছবিটির কোনও গুরুত্বপূর্ণ ঝলক বা বিশেষ তথ্য প্রকাশ করা হতে পারে।
সব মিলিয়ে, ব্যক্তিগত পরিসরে জন্মদিন উদ্যাপন করলেও ভক্তদের জন্য থাকছে সলমন খানের তরফে বিশেষ উপহার।
