টানা তিন দিনের উত্থানের পর সোনার দামে সামান্য স্থিরতা দেখা গেছে। এবারেই সোনা প্রথমবারের মতো প্রতি আউন্স ৪,৫০০ মার্কিন ডলারের উপরে উঠে সর্বকালের রেকর্ড গড়ে।
2
8
বছর শেষের মুখে এসে কিছু বিনিয়োগকারী লাভ তুলে নিচ্ছেন। যদিও সামগ্রিক চিত্রে ২০২৫ সালে সোনার দাম প্রায় ৭০ শতাংশ বেড়েছে। রুপোর উত্থান আরও নাটকীয়। এই বছর ধাতুটির দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে। প্রযুক্তিগত সূচকও বিক্রির ইঙ্গিত দিচ্ছে।
3
8
সাম্প্রতিক সময়ে সোনার উত্থানের মূল চালিকাশক্তি হিসেবে কাজ করেছে এর ‘হেভেন’ বা নিরাপদ সম্পদ হিসেবে আকর্ষণ। বিনিয়োগকারীদের ধারণা—আগামী বছর মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার আরও কমাতে পারে, যা সুদহীন মূল্যবান ধাতুর পক্ষে ইতিবাচক।
4
8
সোনা ও রুপো—দুটিই ১৯৭৯ সালের পর থেকে তাদের সেরা বার্ষিক পারফরম্যান্সের পথে। কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির ব্যাপক কেনাকাটা এবং এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ডে জোরালো বিনিয়োগ এর ভিতকে শক্ত করেছে।
5
8
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী বাণিজ্য নীতি ও ফেডের স্বাধীনতা নিয়ে তাঁর মন্তব্যও বছরের শুরুতে বাজারে বুল রানকে গতি দিয়েছিল। পাশাপাশি বাড়তে থাকা সরকারি ঋণের জেরে মুদ্রা ও বন্ডের মান কমার আশঙ্কায় ‘ডিবেসমেন্ট ট্রেড’-এর দিকেও ঝুঁকছেন বিনিয়োগকারীরা।
6
8
গোল্ডম্যান স্যাকসসহ একাধিক বড় ব্যাঙ্ক পূর্বাভাস দিয়েছে, ২০২৬ সালেও সোনার দাম বাড়তে পারে। তাদের বেস-কেস অনুমান অনুযায়ী, সোনা প্রতি আউন্স ৪,৯০০ মার্কিন ডলারে পৌঁছাতে পারে।
7
8
এদিকে রুপো এই সপ্তাহে প্রথমবারের মতো ৭০ মার্কিন ডলার প্রতি আউন্সের উপরে উঠেছে। রুপোর বাজারেও রয়েছে বিরাট অস্থিরতা।
8
8
রুপো সাময়িকভাবে ২,৩০০ ডলার ছুঁয়েছে। ১৯৮৭ সালের তথ্যের তুলনায় এটি সর্বোচ্চ। সব মিলিয়ে, সাময়িক ওঠানামা থাকলেও মূল্যবান ধাতুর বাজারে দীর্ঘমেয়াদি আস্থার ইঙ্গিত এখনও স্পষ্ট।