নতুন বছর মানেই নতুন আশা, নতুন স্বপ্ন আর নতুনভাবে জীবন শুরু করার সুযোগ। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বছরের প্রথম দিন যদি শুভভাবে কাটে, তাহলে তার প্রভাব পড়ে সারা বছর। এমনকী বহু বছর পর্যন্ত জীবন সুখের হয়।
2
10
আসছে ২০২৬ সাল। এই নতুন বছরের প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ। জ্যোতিষীদের দাবি, এই দিনে এমন একটি বিরল যোগ তৈরি হচ্ছে, যা ২০২৬, ২০২৭ ও ২০২৮-টানা তিন বছর সৌভাগ্যের দরজা খুলে দিতে পারে।
3
10
কথিত রয়েছে, যাঁর সঙ্গে ভাগ্য থাকে, তাঁর কুণ্ডলীর উপর কোনও অশুভ শক্তি সহজে প্রভাব ফেলতে পারে না। এবছর ১ জানুয়ারি, বৃহস্পতিবার বছরের প্রথম দিনেই তৈরি হচ্ছে এক বিরল মহাজাগতিক সংযোগ।
4
10
আগামী ১ জানুয়ারি তিনটি তিথি একসঙ্গে মিলছে এবং তিনটি নক্ষত্রেরও প্রভাব রয়েছে। শাস্ত্র মতে, এমন সংযোগ খুবই বিরল এবং প্রায় হাজার পর এমন সুযোগ আসে।
5
10
এই বিশেষ দিনে ভাগ্যকে নিজের পক্ষে আনার জন্য কোনও কঠিন পূজা, উপবাস বা দামি সামগ্রীর প্রয়োজন নেই। বরং একটি খুবই সহজ আঙুলের ভঙ্গির মাধ্যমে এই শুভ শক্তিকে সক্রিয় করা যায় বলে দাবি জ্যোতিষ বিশেষজ্ঞদের।
6
10
কীভাবে করবেন এই কাজ? প্রথমে শান্ত জায়গায় বসুন। মনকে যতটা সম্ভব শান্ত রাখুন।এবার আপনার এক হাতের তর্জনী, মধ্যমা ও অনামিকা-এই তিনটি আঙুল সোজা করে উপরের দিকে তুলুন। এরপর অন্য হাতের একই তিনটি আঙুল ঠিক তার ওপর আলতো করে রাখুন।এই ভঙ্গিতে কয়েক মুহূর্ত চুপচাপ বসে থাকুন এবং মনে মনে ভাল কিছু ভাবুন।
7
10
কখন করবেন? এই কাজটি করতে হবে নির্দিষ্ট তিনটি সময়ের যে কোনও একটিতে। দুপুর ৩টায়, সন্ধে ৬টায় অথবা রাত ৯টায়। এই সময়গুলোকে আঙুলের এই ভঙ্গি করলে ভাগ্যচক্র সক্রিয় হয় বলে বিশ্বাস।
8
10
জ্যোতিষশাস্ত্র অনুসারে, এই সহজ কাজের ফলে কর্মজীবনে উন্নতি, অর্থভাগ্যের বৃদ্ধি, মানসিক শান্তি এবং জীবনের নানা বাধা ধীরে ধীরে কমতে পারে। পাশাপাশি নেতিবাচক চিন্তা ও খারাপ প্রভাব থেকেও দূরে থাকা সম্ভব হয়।
9
10
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই কাজটি করার সময় বিশ্বাস, ইতিবাচক মনোভাব ও শান্ত মন রাখা। কারণ যে কোনও শুভ কাজের আসল শক্তি আসে মানুষের নিজের বিশ্বাস থেকেই।
10
10
নতুন বছরের প্রথম দিনে যদি সৌভাগ্যকে চাঙ্গা করার সুযোগ থাকে, তাহলে একবার চেষ্টা করে দেখতেই পারেন!