বৈদিক জ্যোতিষশাস্ত্রে শুক্র এবং বরুণের যোগকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। শুধু তাই নয়, এই যোগ অত্যন্ত দুর্লভও বটে! ২০২৬ সালের একদম গোড়ার দিকে এই দুই গ্রহ একে অন্যের ৮০ ডিগ্রি কোণে অবস্থান করবে, আর তার সুফল ভোগ করবে ৪ রাশির জাতকেরা। ছবি- সংগৃহীত
2
10
বরুণ এবং শুক্রের এই যোগের কারণে বৃদ্ধি পাবে সুখ, সমৃদ্ধি, সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স, মান সম্মান। কবে তৈরি হচ্ছে এই যোগ? ১ জানুয়ারিতেই। জেনে নিন কারা লাভবান হবেন। ছবি- সংগৃহীত
3
10
মিথুন: মিথুন রাশির জাতকদের জন্য বরুজ শুক্রের এই যোগ অত্যন্ত শুভ হতে চলেছে। নতুন বছরের শুরুটা ভাল নোটে শুরু করবেন। সাফল্য পাবেন যে কাজেই হাত দেবেন, তাতেই। কাজের জগতে আপনার ধৈর্য, কাজের ক্ষমতার প্রশংসা হবে। হতে পারে পদোন্নতি। ছবি- সংগৃহীত
4
10
পরিবারে সুখ, শান্তি বজায় থাকবে। সমাজে বৃদ্ধি পাবে মান, সম্মান। আপনার বুদ্ধির তারিফ করবে আশেপাশের মানুষেরা। নতুন ব্যবসা শুরু করতে পারেন, বা বিনিয়োগ করতে পারেন। ভাল রিটার্ন পাবেন। ছবি- সংগৃহীত
5
10
সিংহ: আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এই রাশির জাতকদের। নতুন প্রজেক্টের কাজ শুরু করবেন। হঠাৎ অর্থ প্রাপ্তি হতে পারে। সামাজিক খ্যাতি বাড়বে। জনপ্রিয়তা বাড়বে। পরিবার এবং বন্ধুদের থেকে সমস্ত কাজে সাহায্য পাবেন। ছবি- সংগৃহীত
6
10
মানসিক শান্তি বজায় থাকবে। আপনার ব্যক্তিত্ব অন্যদের আকৃষ্ট করবে। অনেকে আপনার থেকে বুদ্ধি নিয়ে পারে। পার্টনারশিপে কোনও ব্যবসা শুরু করলে বা বিনিয়োগ করলে ভাল ফল পাবেন। ছবি- সংগৃহীত
7
10
তুলা: সৌন্দর্য বৃদ্ধি পাবে। যাঁরা সিঙ্গল তাঁদের জীবনে প্রেম আসবে। পার্টনারশিপে কোনও কাজ করলে সফল হবেন। আপনার বুদ্ধির তারিফ করবেন সকলে। দূরদৃষ্টি এবং বিচক্ষণতার কারণে কর্মক্ষেত্রে প্রশংসিত হবেন। ছবি- সংগৃহীত
8
10
স্বাস্থ্য ভাল থাকবে। মানসিক চাপ কেটে যাবে। এমন মানুষের সঙ্গে আলাপ হবে, যার কারণে ইতিবাচক বদল ঘটবে জীবনে। লেখালিখি বা সৃজনশীল কিছুর সঙ্গে যুক্ত থাকলে, নতুন কিছু তৈরি করবেন। ছবি- সংগৃহীত
9
10
কুম্ভ: আর্থিক এবং সামাজিক, দুই দিকেই লাভবান হবেন এই রাশির জাতকেরা। অতীতে করা বিনিয়োগের থেকে এই সময় ভাল রিটার্ন পাবেন। নতুন প্রজেক্ট হাতে পেতে পারেন। বা যে কাজ বহুদিন কোনও কারণে আটকে রয়েছে, সেটা হবে। ছবি- সংগৃহীত
10
10
আপনার সাহস, দূরদৃষ্টির কারণে সকলের নজর কাড়বেন। বিনিয়োগ করলে ভেবেচিন্তে বিনিয়োগ করবেন, তবেই ভাল ফল পাবেন। কোনও আইনি জটিলতা চললে এই সময় তা কেটে যাবে। ছবি- সংগৃহীত