আজকাল ওয়েবডেস্ক: নতুন অধ্যায় শুরুর আগেই মাথায় হাত এক যুবতীর। বিয়ের জন্য যখন প্রস্তুতি চলছে, তখনই জানতে পারলেন, হবু শ্বশুর তাঁর প্রাক্তন প্রেমিক। হবু শ্বশুরের মুখোমুখি হতেই রীতিমতো চোখ কপালে যুবতীর। বিয়ে নিয়েও বড় সিদ্ধান্ত নিতে চলেছেন তিনি। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে স্কটল্যান্ডে। যুবতী জানিয়েছেন, কয়েক মাস আগে একটি ডেটিং অ্যাপের মাধ্যমে এক তরুণের সঙ্গে তাঁর আলাপ হয়। কিছুদিন দেখা-সাক্ষাতের পর তাঁরা একে অপরের প্রেমেও পড়েন। দু'জনে সিদ্ধান্ত নেন, তাঁরা দ্রুত বিবাহবন্ধনে আবদ্ধ হবেন। বিয়ের আগে পরিবারের সঙ্গে দেখা করাতে নিয়ে যান প্রেমিক। একটি ক্যাফেতে প্রেমিকের বাবার সঙ্গে দেখা হয় যুবতীর। 

প্রেমিকের বাবাকে দেখে সে সময়েই চমকে যান। যুবতী জানিয়েছেন, কয়েক বছর আগে ক্রিসমাসের সময় একজনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তাঁর। কিন্তু তাঁর পরিবার সম্পর্কে কিছুই জানতেন না। সেই সম্পর্ক ভাঙার পর এই প্রথম জানতে পারলেন, সেই ব্যক্তি এক সন্তানের বাবা। তাঁর সন্তানের সঙ্গেই বর্তমানে প্রেমের সম্পর্কে রয়েছেন তিনি। 

বিষয়টি জানাজানি হতেই, একটি পডকাস্ট চ্যানেলে এই ঘটনাটি শেয়ার করেছেন যুবতী। দোটানায় পড়ে দুশ্চিন্তায় ভুগছেন।‌ তিনি জানিয়েছেন, বর্তমান প্রেমিককে তিনি ভালবাসেন। তাঁর সঙ্গেই সারাজীবন কাটাতে চান। কিন্তু প্রাক্তন প্রেমিকের মুখোমুখি আর হতে চান না। বিয়ে করবেন কি না, এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেননি তিনি।