আজকাল ওয়েবডেস্ক: চলতি আইপিএলে এখনও পর্যন্ত তারকা পেসার জসপ্রীত বুমরাকে পায়নি মুম্বই ইন্ডিয়ান্স। তবে রবিবার সাতসকালেই ভক্তদের জন্য সুখবর। চোট সারিয়ে এবার মুম্বই শিবিরে যোগ দিতে চলেছেন বুমরা। এতদিন তিনি বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে রিহ্যাবে ছিলেন।
বছরের শুরুতে সিডনি টেস্টে চোট পেয়েছিলেন বুমরা। দীর্ঘ সময় ধরে রিহ্যাবের পর বুমরার শিবিরে যোগ দেওয়ার কথা সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছে মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বইয়ের এর পরের ম্যাচ হেভিওয়েট বেঙ্গালুরুর সঙ্গে। বড় ম্যাচের আগে বুমরা শিবিরে যোগ দিলে আত্মবিশ্বাস অনেকটাই বাড়বে পাণ্ডেয়াদের, এমনটাই মনে করছে ক্রিকেট মহল।
পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স বুমরার প্রত্যাবর্তনের ঘোষণা দিয়েছে একটি আবেগঘন ভিডিওর মাধ্যমে। সেখানে বুমরার স্ত্রী এবং জনপ্রিয় সঞ্চালিকা সঞ্জনা গণেশনের কণ্ঠে শোনা গিয়েছে তারকা দম্পতির পুত্রসন্তান অঙ্গদের উদ্দেশ্যে শোনানো এক রূপকথার গল্প।
ভিডিওতে সঞ্জনাকে বলতে শোনা যায়, ‘অঙ্গদ, আজ তোমাকে একটা গল্প বলি। ২০১৩ সালে এক বাচ্চা সিংহ এই জঙ্গলে প্রবেশ করেছিল। এক রান, ছয় আর বাউন্ডারিতে ভরা জঙ্গল। যেখানে সবাই ভয় পেত, সে দেখিয়েছিল সাহস। বছরের পর বছর ধরে সে লড়েছে—বাঁচার জন্য, নিজের গর্বের জন্য। জিতেছে, হেরেছে, কিন্তু কখনও হার মানেনি। সেই সমস্ত লড়াই তার শরীরে রেখেছে চিহ্ন। কিন্তু সেই চিহ্ন তাঁকে থামাতে পারেনি। সে ফিরে এসেছে, এই জঙ্গলের রাজা হয়ে ফিরে এসেছে’।
এই আবেগঘন ভিডিও দেখে উচ্ছ্বসিত বুমরা এবং মুম্বই ইন্ডিয়ান্সের ভক্তরা। এই খবর শুধু মুম্বইয়ের জন্য নয়, গোটা ভারতবাসীর জন্য খুশির খবর। কারণ, আইপিএলের শেষেই ইংল্যান্ড সিরিজ রয়েছে ভারতের। জানা গিয়েছে, সেন্টার অফ এক্সেলেন্স থেকে ছাড়পত্র পাওয়ার পর দুটি সিমুলেশন ম্যাচ সফলভাবে শেষ করেছেন বুমরা। তারপরেই তাঁকে আইপিএলে ফেরার জন্য গ্রিন সিগনাল দেওয়া হয়েছে।
