আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে প্রথমে ব্যাট করবে কলকাতা নাইট রাইডার্স। টসে জিতে নাইটদের ব্যাট করতে পাঠালেন প্যাট কামিন্স। কেকেআরের দলে একটি পরিবর্তন হচ্ছে।তিন স্পিনার নিয়ে খেলবে নাইটরা।  স্পেন্সর জনসনের জায়গায় দলে ফিরলেন মঈন আলি। অর্থাৎ, বোঝাই যাচ্ছে পিচে টার্ন থাকবে। তিন স্পিনার সুনীল নারিন, বরুণ চক্রবর্তী এবং মঈন আলিকে দিয়ে বাজিমাত করতে চাইছেন রাহানে। আরসিবির বিরুদ্ধে প্রথম ম্যাচে ছিলেন মঈন। টসের পর অজিঙ্ক রাহানে বলেন, 'পিচ দেখে ভালই লাগছে। আমি খুশি। টসে জিতলে আমরাও ফিল্ডিং নিতাম। ঘরের মাঠে হোম অ্যাডভান্টেজ পাওয়া উচিত। আশা করছি স্পিনাররা সাহায্য পাবে। আমরা বেশি ভাবতে চাই না। সবাই মাঠে নামার জন্য মুখিয়ে আছে।' 

মুম্বইয়ের কাছে বিধ্বস্ত হওয়ার পর প্রত্যাবর্তনের লক্ষ্যে নামছে কেকেআর। ঘরের মাঠে নাইটদের দ্বিতীয় ম্যাচ। অভিষেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হারতে হয়েছিল। তারপর পিচ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন অধিনায়ক অজিঙ্ক রাহানে। জানান, তাঁরা টার্নিং পিচের আশা করেছিলেন। তারপর থেকেই পিচ নিয়ে নাটক অব্যাহত থাকে। যা চরমে ওঠে গত দু'দিন। মুম্বই থেকে কেকেআর দল শহরে পা রাখার পর। জানা গিয়েছে, নাইটদের কোচ চন্দ্রকান্ত পণ্ডিত এবং মেন্টর ডিজে ব্রাভোর মধ্যে এই নিয়ে মতপার্থক্য হয়। যদিও ক্যারিবিয়ান মেন্টরকে দেখে মনে হয়নি পিচ নিয়ে বিশেষ মাথাব্যথা রয়েছে তাঁর। প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে জানান, পিচের চরিত্র যাই হোক না কেন, তাঁদের ভাল ক্রিকেট খেলতে হবে। কেকেআর ম্যানেজমেন্টের দাবিতে কি অবশেষে পিচ বদলাতে রাজি হয়ে গেলেন ইডেনের কিউরেটর সুজন মুখার্জি? আর কিছুক্ষণের মধ্যেই এর উত্তর মিলবে।