আজকাল ওয়েবডেস্ক: আগের বছর মাঠের মাঝে দাঁড়িয়ে কেএল রাহুলকে তুলোধোনা করার সেই ছবি এখনও ক্রিকেটপ্রেমীদের মন থেকে মুছে যায়নি। তারই মধ্যে আরও একটি কীর্তি করে ফেললেন সঞ্জীব গোয়েঙ্কা। ঘটালেন তার পুনরাবৃত্তি। এবার নিশানায় ঋষভ পন্থ। লখনউ সুপার জায়ান্টসের প্রথম তিন ম্যাচে ডাহা ব্যর্থ। নেতৃত্ব নিয়েও প্রশ্ন উঠছে। ফ্যানরা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় '২৭ কোটির ফ্লপ' তকমা দিয়ে দিয়েছে উইকেটকিপার ব্যাটারকে। তিন ম্যাচের মধ্যে দুটো হার। ঘরের মাঠে মুখ থুবড়ে পড়ে লখনউ। দ্বিতীয় হারের পর মাঠেই পন্থকে কঠিন প্রশ্নের মুখে ফেললেন ফ্র্যাঞ্চাইজির কর্ণধার। 

দলের অধিনায়কদের প্রকাশ্যে প্রশ্ন করা অভ্যাসে পরিণত করে ফেলেছেন কলকাতার শিল্পপতি। আগের বছর কেএল রাহুলের ক্ষেত্রে যা দেখা গিয়েছিল। এবারও তারই পুনরাবৃত্তি ঘটে। 

গোয়েঙ্কা ও পন্থের কথোপকথনের ভিডিও ভাইরাল হওয়ার পরে ক্রিকেটভক্তদের পাশাপাশি প্রাক্তন ক্রিকেটারও প্রতিক্রিয়া দিয়েছেন। তিরাশির বিশ্বজয়ী দলের সদস্য মদনলাল লখনউ সুপার জায়ান্টস দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার জন্য পরামর্শ দিয়েছেন। ছেলেদের খোলা মনে খেলতে দেওয়া হোক, এই বার্তা সোশ্যাল মিডিয়ায়  দিয়েছেন তিরাশির বিশ্বজয়ী দলের সদস্য মদনলাল।

সোশ্যাল মিডিয়ায় মদনলাল লেখেন, ''ঋষভ ও মিস্টার সঞ্জীব গোয়েঙ্কার মধ্যে কী কথাবার্তা হয়েছে, তা আমার জানা নেই। এগুলো ড্রেসিং রুমের ভিতরে হতেই পারে। ছেলেদের খেলা উপভোগ করতে দাও। ওদের খোলা মনে খেলতে দেওয়া হোক। টি-টোয়েন্টি ক্রিকেট অনিশ্চয়তায় মোড়া।''