আজকাল ওয়েবডেস্ক: রোগ প্রতিরোধের হরেক উপায় রয়েছে। যার মধ্যে স্নানের আগে নাভিতে এবং পায়ের নখে তেল দেওয়ার রেওয়াজ বহু পুরনো। কথিত রয়েছে, নিয়ম করে রোজ নাভিতে নারকেল তেল দিলে দূরে থাকে বহু রোগভোগ। আসলে নাভির সঙ্গে গোটা শরীরের স্নায়ুর যোগ রয়েছে। তাই আর্য়ুর্বেদ মতে, নাভিতে তেল ম্যাসাজেই নাকি লুকিয়ে হাজার রোগের চিকিৎসা! নাভিতে নির্দিষ্ট রোগের জন্য নির্দিষ্ট তেল দিলে সুফল পাওয়া যায়।

এমনিতেই শরীরে তেল দিয়ে ম্যাসাজ করলে তাতে রক্ত চলাচল ভাল হয়। বিশেষ করে শীতকালে তেল মালিশের অনেক উপকার প্রচলিত। আয়ুর্বেদ অনুসারে, বিভিন্ন রোগ থেকে মুক্তি পেতে নাভির চারপাশে এবং ভিতরে কয়েক ফোঁটা তেল দিন। হালকা হাতে তা লাগিয়ে নিন। আবার তুলোর মধ্যে কয়েক ফোঁটা তেল দিয়েও নাভিতে লাগাতে পারেন। কমপক্ষে ২০ মিনিটের জন্য লাগিয়ে রাখুন। নাভিতে কোন রোগের জন্য কোন তেল লাগাবেন, জেনে নিন- 

* ডায়াবেটিস থাকলে নাভিতে তুলসীর তেল লাগান। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে এটি সাহায্য করে। 
* চোখের দৃষ্টি কম হলে নাভিতে গরুর ঘি লাগান।
* ক্যাস্টর অয়েল দিয়ে নাভিতে মালিশ করলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
* যদি অবসাদ, হতাশা ঘিরে ধরে তাহলে নাভিতে লাগান গোলাপ জল।
* ঋতুস্রাবের সমস্যায় ভুগলে নাভিতে তিলের তেল লাগান। এছাড়া এতে হাড় মজবুত হয় এবং জয়েন্টের ব্যথা থেকেও মুক্তি পাওয়া যায়।
* দুর্বল লাগলে, কোনও কাজে এনার্জি না পেলে নাভিতে সরষের তেল লাগান। 
* মুখে ব্রণ হলে রাতে ঘুমানোর আগে নাভিতে নিমের তেল লাগান।
* নাভিতে বাদাম তেল লাগালে ত্বক উজ্জ্বল হতে শুরু করে। একইসঙ্গে চোখের চারপাশের কালো দাগ ও ফোলাভাবও চলে যায়।