আজকাল ওয়েবডেস্ক: আবার রান পেলেন না ঋষভ পন্থ। পরপর তৃতীয় ম্যাচে ব্যর্থ আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি প্লেয়ার। পাওয়ার প্লের মধ্যেই তিন উইকেট হারায় লখনউ সুপার জায়ান্টস। মাত্র ২ রান করেন পন্থ। টেকেন মাত্র ৫ বল। ম্যাক্সওয়েলের বলে শর্ট ফাইন লেগে চাহালের হাতে ধরা পড়েন। পাঞ্জাব কিংসের হয়ে নিজের প্রথম উইকেট তুলে নেন যুজবেন্দ্র চাহাল। ফেরান ভয়ঙ্কর নিকোলাস পুরানকে। তবে তার আগে ৩০ বলে ৪৪ রানের ইনিংস খেলেন ক্যারিবিয়ান তারকা। ২০ ওভারের শেষে ৭ উইকেট হারিয়ে লখনউয়ের রান ১৭১। বিপক্ষের ঘরের মাঠে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন শ্রেয়স আইয়ার। ঘরের মাঠে লখনউয়ের প্রথম ম্যাচ। আইপিএলের ইতিহাসে দুই সবচেয়ে দামি প্লেয়ারের লড়াই। কিন্তু আবারও ফ্লপ ২৭ কোটির পন্থ। ২৬.৭৫ কোটির শ্রেয়স কী করে সেটাই দেখার।
এদিন শুরুটা খারাপ হওয়া সত্ত্বেও ম্যাচে ফেরে লখনউ। এই রান নিয়ে লড়াই করতে পারবে। দুর্দান্ত আয়ুশ বাদোনি। পাওয়ার প্লের ভেতর ৩৫ রানে ৩ উইকেট হারানোর পর নামেন ডান হাতি তরুণ ব্যাটার। উইকেটের একপ্রান্ত আঁকড়ে পড়ে থাকেন। ৩৩ বলে ৪১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। শেষদিকে গুরুত্বপূর্ণ রান যোগ করেন সামাদ। অর্শদীপের ওভারে ২০ রান ওঠে। টি-২০ ক্রিকেটে ভারতের একনম্বর উইকেটকিপারকে ধুইয়ে দেয় লখনউয়ের ব্যাটাররা। ১২ বলে ২৭ রানের ক্যামিও আব্দুল সামাদের। শেষমেষ অবশ্য তাঁকে ফেরান অর্শদীপই। বাদোনিকে আউট করে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন। মোট ৩ উইকেট সংগ্রহ অর্শদীপের।
