সংবাদ সংস্থা মুম্বই: অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে কম হইচই হয়নি। জলঘোলা হয়েছিল বিস্তর। ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে রাজনীতির আঙিনা-দু'জায়গাতেই ঝড় উঠেছিল বিতর্কের। তবে সম্প্রতি, নিজেদের শেষ রিপোর্টে সিবিআই জানিয়েছে আত্মহত্যাই করেছিলেন সুশান্ত। সম্প্রতি, সুশান্তের ঘনিষ্ঠ বন্ধু তথা ছোটপর্দার অভিনেত্রী ক্রিসান ব্যারেটো জানিয়েছেন, সুশান্তের বিষয়ে মুখ খোলায় তাঁকে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে। কেরিয়ার তলানিতে চলে গিয়েছিল। হাতছাড়া হয়েছে একের পর এক কাজ।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বললেন, “ভারতে যদি আপনি অভিনেতা হন, তাহলে আপনি কাঁদতে পারবেন না, শোকপ্রকাশ করতে পারবেন না। মনে হয় সে অধিকার-ই যেন নেই! আপনার বন্ধু মারা গেলেও, যদি আপনি শোক প্রকাশ করেন, তাহলে সবাই ভাববে আপনি প্রচারের জন্য করছেন! যেহেতু আমরা ক্যামেরার সামনে থাকি, মানুষ ভাবে আমরা সবসময় অভিনয় করছি। সত্যিকারের আবেগের জায়গা নেই। সেইজন্যই হয়তো ইন্ডাস্ট্রির অনেকে প্রকাশ্যে শোকজ্ঞাপন করেন না।”
সুশান্তের মৃত্যুর পর, সোশ্যাল মিডিয়ায় শোক জানানো অনেক তারকাকে ‘সুযোগসন্ধানী’ বলা হয়েছিল। ক্রিসানের মতে, “এই কারণেই অনেকে চুপ ছিলেন সুশান্তের মৃত্যুর পর যখন চারদিকে তোলপাড় চলছিল।” তখন ক্রিসান সরাসরি মুখ খুলেছিলেন। কিন্তু তার পরিণতি 'ভয়ঙ্কর' হয়েছিল। অভিনেত্রীর কথায়, “আমি যা বলেছিলাম, তাতে আমার কেরিয়ার শেষ হয়ে গিয়েছিল। কাজ বন্ধ হয়ে গিয়েছিল! আমার বাবা-মাও রেগে গিয়েছিলেন। বন্ধুরা ফোন করে বলত— ‘এই বিষয়ে কথা বলো না। চুপ করে থাকো!’ কিন্তু আমি আমার জীবন বাজি রেখেছিলাম, শুধুমাত্র সত্য বলার জন্য। এটা প্রচার পাওয়ার জন্য করিনি। করেছি আমার বন্ধুর জন্য!”
