আজকাল ওয়েবডেস্ক: হাজার হাজার বছর ধরে মানুষের সঙ্গে কুকুরের সখ্যতা চলেছে। একে অপরকে বোঝার এমন কাজ অন্য কোনও প্রাণীর সঙ্গে নেই। তবে এবার উঠে এল অন্য এক তথ্য।


কুকুর নানাভাবে নিজের মনের ভাব প্রকাশ করে থাকে। সেখানে কখনও সে খুশি বা আনন্দে থাকে, আবার কখনও সে রেগে থাকে। বেশি মন খারাপ হলে কুকুর চুপ হয়ে যায়। তাদের মন ভাল থাকলে বাড়ির ছোটোদের সঙ্গে খেলা করে। 


দেখা যায় বাড়িতে নতুন কেউ এলে তাকে দেখে কুকুর চিৎকার করে থাকে। সাধারণত সেই ব্যক্তি খানিক সময় ধরে ঘরে থাকলে তাকে চিনে নেয় আপনার বাড়ির কুকুরটি। তখন আর সে চিৎকার করে না। তবে অনেক সময় দেখা যায় কুকুরটি টানা চিৎকার করেই চলেছে। কেন এমনটা হয়।

 


কুকুরের এমন ক্ষমতা থেকে যেখান থেকে তারা যেকোনও মানুষকে অতি সহজেই চিনতে পারে। তাদের এই শক্তি তারা প্রকৃতির কাছ থেকে পেয়েছে। যদি বাড়িতে কোনও মানুষ আসে এবং সেই ব্যক্তি খুব আগ্রাসী স্বভাবের হয়ে থাকে তাহল কুকুর সেটি অতি সহজেই বুঝতে পারে। যদি সেই ব্যক্তি কুকুরের চোখে চোখ রাখে তাহলে আরও বেশি ভয় পেয়ে যায় কুকুরটি। তখন সে টাকা চিৎকার করতে শুরু করে। অন্যদিকে যদি ঘরে কোনও শান্ত স্বভাবের মানুষ আসে তাহলে সে কখনও কুকুরের চোখের দিকে তাকাবে না। সে যতটা পারবে তাকে এড়িয়ে যাবে। ফলে কুকুর মনে করে এই ব্যক্তির কাছ তেকে তার চিন্তার কারণ নেই। ফলে সে তখন শান্ত হয়ে যায়। 

 


কুকুরের স্বভাবের অন্যতম একটি দিক হল তার ঘ্রাণশক্তি। যদি অজানা কোনও উগ্র গন্ধ সে টের পায় তাহলে দেখা যায় সে নিজে থেকেই চিৎকার করতে শুরু করে। ঘরে যদি অজান্তে কোনও অন্য প্রাণী যেমন বেজি, সাপ, বিড়াল প্রবেশ করে তাহলে তার গন্ধও কুকুর অতি সহজেই পেয়ে যায়। তখন সে নিজে থেকেই ডেকে ওঠে।