তারিখটা ২০২৪-এর ৫ই জুন। স্টারলাইনারে চড়ে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পৌঁছেছিলেন সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। প্রায় নয় মাস স্পেস স্টেশনে কাটিয়ে ২০২৫-এর ১৯ মার্চ তাঁরা ফিরে এলেন পৃথিবীতে। এতদিন কী করলেন সুনীতারা?
সুনীতা এবং বুচ ফিরে আসার পরে এলন মাস্ক অনেকগুলি টুইট করেন। ধন্যবাদ দেন স্পেসএক্স এবং নাসার বিজ্ঞানীদের। আমেরিকার এক বেসরকারি টিভি সাক্ষাৎকারে মাস্ক বলেন, ‘স্পেসএক্স-এর পক্ষ থেকে অনেক আগেই প্রাক্তন প্রেসিডেন্ট বাইডেনকে দুই নভোচরকে ফিরিয়ে আনার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যাত হয় রাজনৈতিক কারণে।’ আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প, বাইডেনকেই দায়ী করেছেন সুনীতাদের ফেরাতে দেরি হওয়ার জন্য।
