আজকাল ওয়েবডেস্ক: ডোরিভাল জুনিয়রকে কোচের পদ থেকে সরিয়ে দিয়েছে ব্রাজিল। শুক্রবারই ব্রাজিল ফুটবল ফেডারেশনের তরফে বিবৃতি দিয়ে একথা জানানো হয়। এরপরই জল্পনা শুরু হয়েছে, সেলেকাওদের পরববর্তী কোচ কে হবেন?
দ্রুত কোচের নাম ঠিক করতে হবে কারণ বিশ্বকাপ বাছাইপর্বের খেলা চলছে এখন। লাতিন আমেরিকা যোগ্যতাপর্বে ব্রাজিল রয়েছে চার নম্বরে। ব্রাজিলের পরবর্তী ম্যাচ রয়েছে ৪ জুন ইকুয়েডরের বিরুদ্ধে। তারপর ৯ জুন খেলা প্যারাগুয়ের বিরুদ্ধে।
শোনা যাচ্ছে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনসেলোত্তির নাম। কিন্তু তাঁর সঙ্গে রিয়াল মাদ্রিদের চুক্তি রয়েছে ২০২৬ সালের জুন অবধি। ২০২২ বিশ্বকাপের পরেও আনসেলোত্তির নাম শোনা গিয়েছিল। কিন্তু শেষপর্যন্ত আর কোচ হওয়া হয়নি আনসেলোত্তির। এবার কী হবে?
যদিও আনসেলোত্তি জানিয়েছেন, ‘ব্রাজিলের ফুটবলার, ভক্তদের প্রতি আবেগ রয়েছে। কিন্তু আমার সঙ্গে রিয়ালের চুক্তি ২০২৬ সালের জুন অবধি। ব্রাজিলের উদ্যোগকে সাধুবাদও জানাই। কিন্তু ব্রাজিল ফুটবল সংস্থার সঙ্গে কোনও চুক্তি হয়নি। আমার পুরো ফোকাস রিয়াল মাদ্রিদের উপর রয়েছে। ওদের সঙ্গে চুক্তি রয়েছে। এখন ট্রফি জেতাই লক্ষ্য। আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ লক্ষ্য রয়েছে।’
ব্রাজিলের একাধিক মিডিয়ার দাবি, কোচের দৌড়ে রয়েছেন পর্তুগিজ জর্জ জেসুস। যিনি বর্তমানে আল হিলালের কোচ। এছাড়াও নাম শোনা যাচ্ছে আবেল ফেরেইরার। যিনি ব্রাজিলিয়ান ক্লাব পামেইরাসকে কোচ হিসেবে একাধিক ট্রফি এনে দিয়েছেন।
এটা ঘটনা রিয়ালকে এখনও অবধি তিনবার চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েছেন আনসেলোত্তি। এছাড়া দু’বার লা লিগা, দুবার কোপা ডেল রে ও দুবার স্প্যানিশ সুপার কাপ জিতেছেন।
