আজকাল ওয়েবডেস্ক:‌ তাঁর উজ্জ্বল কেরিয়ারের পিছনে রোনাল্ডিনহোর যে অনেক অবদান তা মানলেন লিওনেল মেসি। বার্সায় খেলা শুরু করেছিলেন সেই ২০০৪ সালে। কোচ তখন ফ্রাঙ্ক রাইকার্ড। আর রোনাল্ডিনহো তখন কেরিয়ারের সেরা সময়ে। 


মেসির বার্সার হয়ে অভিষেক হয়েছিল এসপানিওলের বিরুদ্ধে। সেটা ২০০৪ সালের অক্টোবর মাস। আর বার্সার হয়ে প্রথম গোল করেছিলেন ২০০৫ সালের ১ মে। সেই গোলের পাস বাড়িয়েছিলেন রোনাল্ডিনহো।


মেসি ও রোনাল্ডিনহো একসঙ্গে বার্সার হয়ে ৮০ ম্যাচ খেলেছেন। সেই ৮০ ম্যাচে দু’‌জনেই আটটি করে গোল করেছিলেন। মেসি ও রোনাল্ডিনহোর যুগলবন্দি ছিল অসাধারণ। সেই মেসিই বলেছেন, ‘‌রোনাল্ডিনহো আমায় প্রচুর সাহায্য করেছে। ১৬ বা ১৭ বছর বয়সে বার্সার সিনিয়র দলে এসেছিলাম। ড্রেসিংরুমে তখন কত বড় বড় তারকা। রোনাল্ডিনহো তখন থেকেই আমাকে আগলে রাখত। বলতে পারেন আমার মেন্টর ছিল। মাঠে সবসময় ওর পাশে পাশে থাকতাম। কখন পাস দেবে সেই অপেক্ষায় থাকতাম। যদিও ওর সঙ্গে বেশিদিন খেলার সুযোগ হয়নি। তাছাড়া তখন সব ম্যাচে সুযোগও পেতাম না। রোনাল্ডিনহোর সঙ্গে আরও বেশি ম্যাচ খেলার সুযোগ পেলে হয়ত আরও ভাল হত।’‌


বার্সায় রোনাল্ডিনহো ২০৭ ম্যাচে ৯৪ গোল করেছিলেন। অ্যাসিস্ট ছিল ৬৯। ২০০৮ সালে বার্সা ছেড়ে রোনাল্ডিনহো চলে যান এসি মিলানে। ব্যাটন তুলে দিয়ে যান মেসির হাতে।


এদিকে, বার্সা চাইছে মেসি আবার ফিরে আসুন তাঁদের ক্লাবে। ২০২৬ বিশ্বকাপের পর ফের মেসিকে সই করাতে চায় বার্সেলোনা। ইন্টার মিয়ামির সঙ্গে মেসির চুক্তি শেষ হচ্ছে চলতি বছরের শেষে। তাই মেসির আবার পুরনো দলে ফেরার সম্ভাবনা রয়েছে যথেষ্টই।