নিজস্ব সংবাদদাতা, মুম্বই: গত বছর সেপ্টেম্বর মাসে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং কন্যাসন্তানের বাবা-মা হন। মেয়ের নাম রেখেছেন দুয়া। বর্তমানে চুটিয়ে মাতৃত্ব উপভোগ করছেন অভিনেত্রী। নতুন মায়েদের মতোই মেয়েকে নিয়ে ছোটখাটো দুশ্চিন্তাও রয়েছে তাঁর। যদিও ছোট্ট দুয়ার জন্য নায়িকার ঘুমে প্রভাব পড়েনি। তাহলে কোন কারণে রাতে দু’চোখের পাতা এক করতে পারছেন না দীপিকা?
বিষয়টা একটু খোলসা করে বলা যাক। আসলে সম্প্রতি দীপিকা পাড়ুকোন ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছোট্ট ভিডিও শেয়ার করেন। যেখানে এক মহিলাকে চোখ খুলে শুয়ে থাকতে দেখা যায়। যিনি রাত ১০টায় ঘুমিয়ে পড়বেন ভেবেছিলেন, কিন্তু রাত ২টোতেও জেগে রয়েছেন। রং মেশানোর একটি ভিডিওতে সম্পূর্ণ মগ্ন তিনি। পাশে সোনালি ও রুপোলি-দুটি রং রাখা রয়েছে। ওই রং দুটি তুলি দিয়ে মেশানো হচ্ছে। সঙ্গে ভিডিওতে বলা হচ্ছে, ‘মিক্সিং, মিক্সিং, মিক্সিং।’ আর মিশ্রণের ফলে যে রং তৈরি হয়েছে তাকে বেশ মজার ছলে নাম দিয়েছেন ‘গিলভার’ রং। আসলে ভিডিওতে দীপিকা বলতে চেয়েছেন, শুধু মাতৃত্বের দায়িত্ব পালনের জন্যই নয়, ইনস্টাগ্রামের কারণেও তিনি ঘুম হারাচ্ছেন।
সম্প্রতি আবু ধাবিতে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন দীপিকা। সেখানে ব্যক্তিগত ও পেশাগত জীবনের বিভিন্ন দিক আলোচনায় উঠে আসে। মেয়েকে নিয়ে তাঁর উদ্বেগ সম্পর্কেও কথা বলেন নায়িকা। মা হওয়ার পর দীপিকার জীবনের অগ্রাধিকার বদলেছে। ছুটির দিনগুলোতে তিনি ঘুমানো, ম্যাসাজ নেওয়া এবং মেয়ের সঙ্গে সময় কাটানো উপভোগ করেন। মেয়েকে ন্যানির হাতে না দিয়ে নিজেই লালন-পালন করতে চান।
দীর্ঘ সময় অবসাদের সঙ্গে লড়াই করেছেন দীপিকা। তাই মানসিক স্বাস্থ্যের যত্নকে তিনি খুবই গুরুত্ব দেন। মেয়েকে নিয়ে বাইরে বের হওয়ার সময়ও সবসময় সতর্ক থাকেন, বিমানবন্দর থেকে ডাক্তারের চেম্বার পর্যন্ত মেয়েকে বুকে আগলে রাখেন অভিনেত্রী।
